Home> বিনোদন
Advertisement

১৭ বছর পার, বিবাহবার্ষিকীতে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে কিছু ছবি পোস্ট অর্পিতার

 বিবাহবার্ষিকী উপলক্ষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে নিজের কিছু পুরনো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অর্পিতা।

১৭ বছর পার, বিবাহবার্ষিকীতে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে কিছু ছবি পোস্ট অর্পিতার

নিজস্ব প্রতিবেদন: দেখতে দেখতে একসঙ্গে কাটিয়ে ফেলেছেন টানা ১৭টা বছর। ১ ডিসেম্বর, রবিবার নিজের ১৭তম বিবাহবার্ষিকী সেলিব্রেট করছেন প্রসেনজিৎ ও অর্পিতা চট্টোপাধ্যায়। বিবাহবার্ষিকী উপলক্ষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে নিজের কিছু পুরনো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অর্পিতা।

ছবিগুলি শেয়ার করে ক্যাপশানে অর্পিতা চট্টোপাধ্যায় লেখেন, '17years of togetherness'।

আরও পড়ুন- শিল্পের সঙ্গে ব্যবসার লড়াই, প্রকাশ্যে জিৎ-নুসরত-আবিরের ত্রিকোণ প্রেম

fallbacks

fallbacks

আরও পড়ুন-স্ত্রী হিসাবে সারাকেই দেখতে চান, জানালেন কার্তিক!

২০০২ সালে ১ ডিসেম্বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অর্পিতা পাল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিয়ে করার জন্য বেশকিছু বাধা সামলাতে হয় অর্পিতা। তবে সবকিছু সামলে টলিগঞ্জের এই সুপারস্টারকে বিয়েটা করেই ফেলেন অর্পিতা। তারপর তাঁদের সংসারে আসে ছেলে তৃষাণজিৎ। ছেলে সংসার, অভিনয় সবকিছু নিয়েই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এতগুলো বছর দিব্যি কাটিয়ে ফেলেছেন অর্পিতা। আজ ১ ডিসেম্বর, ২০১৯ তাঁদের ১৭ বছরের বিবাহবার্ষিকী উপলক্ষে অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। 

Read More