Home> বিনোদন
Advertisement

28th KIFF : 'আমিও অমিতাভ বচ্চন, শাহরুখ খানের অনুরাগী', বলছেন চঞ্চল চৌধুরী

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহা, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়দের সঙ্গে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর বাংলার তারকারা তো ছিলেনই। কলকাতা চলচ্চিত্র উৎসবের নানান মুহূর্তের ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনই একটি ছবিতে চঞ্চল চৌধুরীর সেলফিতে বন্দি হতে দেখা গিয়েছে শাহরুখ খানকে। যে ছবি দেখে আবেগতাড়িত হয়েছেন দুই বাংলার মানুষরা। 

28th KIFF : 'আমিও অমিতাভ বচ্চন, শাহরুখ খানের অনুরাগী', বলছেন চঞ্চল চৌধুরী

Shahrukh Khan, Chanchal Chowdhury,  জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহা, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়দের সঙ্গে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর বাংলার তারকারা তো ছিলেনই। কলকাতা চলচ্চিত্র উৎসবের নানান মুহূর্তের ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনই একটি ছবিতে চঞ্চল চৌধুরীর সেলফিতে বন্দি হতে দেখা গিয়েছে শাহরুখ খানকে। যে ছবি দেখে আবেগতাড়িত হয়েছেন দুই বাংলার মানুষরা। 

তবে শুধু শাহরুখের সঙ্গে ছবি তোলা-ই নয়, বিগ বি-অমিতাভ বচ্চনের সঙ্গে সৌজন্য বিনিময় করতেও দেখা গিয়েছেন ওপার বাংলার চঞ্চল চৌধুরীকে। তবে অমিতাভ বচ্চন, শাহরুখ খানকে নিয়ে ঠিক কী বলছেন চঞ্চল? তিনিও কি তাঁদের অনুরাগী? চঞ্চল চৌধুরী জানালেন, 'অবশ্যই আমি অমিতাভ বচ্চনের ফ্যান, শাহরুখ খানের ফ্যান। এত বড় মাপের অভিনেতা, এত বড় মাপের স্টার। আর অমিতাভ বচ্চনের অভিনয় নিয়ে কী বলব! আমরা তো আসলে ওনাকেই ফলো করি। এই বয়সে এসেও ওঁর অভিনয়, সত্যিই দুর্দান্ত। আর তাঁদের সঙ্গেই একমঞ্চে দেখা হওয়াটা পাওনা।'

আরও পড়ুন-'আমার মতো পজিটিভ মানুষেরা এখনও রয়েছেন', শাহরুখের কথায় নেটপাড়া বলছে...

শুক্রবার ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয় চঞ্চল চৌধুরী অভিনীত ছবি 'হাওয়া'। 'হাওয়া' ছবির প্রদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ছবির পরিচালক ও কলাকুশলীরা। সেখানে আমন্ত্রিত ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, 'দুই বাংলার একসঙ্গে ছবি বানানো উচিত। আরো অনেক হাওয়া তৈরি হওয়া উচিত'। এদিন 'হাওয়া'র পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, 'ভাষার কাঁটাতার হয় না, রাষ্ট্রের কাঁটাতার হয়'। এদিন কলকাতা পুরসভার আধিকারিকরাও 'হাওয়া' দেখতে উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন-হাত ধরে এক দৃষ্টিতে তাকিয়ে শাহরুখ, তৃণা বললেন...

fallbacks

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এদিন অমিতাভ বচ্চনকে নিয়ে বিশেষ প্রদর্শনী উদবোধন করলেন জয়া বচ্চন ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

fallbacks

১৫ ডিসেম্বর, বৃহস্পতিবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ছিল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় তিন বছর পর এদিন উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন। এছাড়াও ছিলেন জয়া বচ্চন, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, মহেশ ভাট, সৌরভ গঙ্গোপাধ্যায়, অরিজিৎ সিং, কুমার শানু, চঞ্চল চৌধুরী থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রুক্মিনী মৈত্র, শ্রাবন্তী থেকে শুরু টলিউডের একঝাঁক তারকা। তবে ছিলেন না নুসরত জাহান।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More