নিজস্ব প্রতিবেদন: শাহরুখ খান, সলমন খান, আমির খান। তিনজন বলিউডের 'তিন খান’ নামেই জনপ্রিয়। এই তিন খান গত দু’ দশক ধরে বলিউডে রাজত্ব করছেন। এঁদের ছবি মুক্তি পাওয়া মানেই, দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা দেখা যায়। তবে, বলিউডে কান পাতলেই শোনা যায় যে, এই তিন অভিনেতার পারস্পরিক সম্পর্ক খুব একটা ভালো নয়।
গত বছর ২১ ডিসেম্বর মুক্তি পায় মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ছবি ‘দঙ্গল’। বক্স অফিসে সুপারহিট হয় ছবিটি। শুধু ভারতেই নয়, এই ছবি চিনের বক্স অফিসেও রেকর্ড ব্যবসা করে। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘সিক্রেট সুপারস্টার’। সম্প্রতি মিড ডে-কে দেওয়া সাক্ষাত্কারে তিনি জানালেন যে, প্রথম যেদিন তাঁর শাহরুখ খান এবং সলমন খানের সঙ্গে দেখা হয়েছিল সেই অভিজ্ঞতা...
আমির বলেন, ‘সলমন খানের সঙ্গে আমার প্রথম দেখা হয় বাবলা মানে পরিচালক আদিত্য ভট্টাচার্যের বাড়িতে। ঘটনাচক্রে আমি আর সলমন সেকেন্ড স্ট্যান্ডার্ডে একই ক্লাসে পড়তাম। কিন্তু একে অপরকে চিনতাম না। বাবলার বাড়িতে প্যারানোইয়া নামে একটা শর্ট ফিল্মের বিষয় আলোচনা হচ্ছিল। যেখানে আমি ছিলাম, অভিনেতা, স্পট বয়, প্রোডাকশন হেড, ফার্স্ট এইড। মানে, একই চরিত্রের মধ্যে সব কিছু। এক মাসের জন্য সেই শর্ট ফিল্মের শ্যুটিং চলে। ১৫ বছর বয়সে সেই প্রথম আমি অভিনয় করেছিলাম। কার্টার রোডে সলমন সাইক্লিং করত। ও বাবলাকে চিনত। আমরা একদিন ব্যালকনিতে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলেছিলাম। ও আমাকে বলেছিল যে, ও অভিনেতা হতে চায়।’
এ তো গেল সলমন খানের সঙ্গে তাঁর প্রথম আলাপের গল্প। শাহরুখ খানের সঙ্গে আমির খানের প্রথম দিন দেখা হওয়ার প্রসঙ্গে আমির বলেন, ‘ওর সঙ্গে আমার মিটিংটা পুরো মনে রয়েছে। একবার জুহি চাওলার সঙ্গে একটা ছবির শ্যুটিং চলছিল রাস্তায়। সেখানেই ওর সঙ্গে আমার কথা হয়। ততদিনে শাহরুখও জুহির সঙ্গে ‘রাজু বন গ্যয়া জেন্টলম্যান’ ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। তখনও ওর ডেবিউ ছবি দিওয়ানা মুক্তি পায়নি। ওর সঙ্গে সেই মিটিংটা দারুণ ছিল।’