Home> বিনোদন
Advertisement

Aamir Khan: 'লগান তখন অস্কারের পথে, অথচ আমি সারাদিন মদে ডুবে, ভেবেছিলাম শেষ করি ফেলি নিজেকে...'

Aamir Khan on Divorce: এক সময় অবসাদে ভুগতেন আমির খান। এতটাই অবসাদ ছিল যে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু ঠিক কী কারণে এই অবসাদে ভুগতেন তিনি? 

Aamir Khan: 'লগান তখন অস্কারের পথে, অথচ আমি সারাদিন মদে ডুবে, ভেবেছিলাম শেষ করি ফেলি নিজেকে...'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমির খান (Aamir Khan) সবসময়ই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ কথা বলতে চাইতেন না, তবে সম্প্রতি নিজের জীবনের সবচেয়ে অন্ধকার এক সময় নিয়ে খোলাখুলি কথা বলেছেন অভিনেতা। তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদের সময় নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন তিনি। 

এক সাক্ষাৎকারে আমির জানান, ২০০২ সালে রীনার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি গভীর মানসিক অবসাদে চলে গিয়েছিলেন এবং নিয়মিত মদ্যপান শুরু করেন। সেই সময়, 'লগান' মুক্তি পাওয়ার পর তিনি 'ম্যান অফ দ্য ইয়ার' হিসেবেও সম্মানিত হয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সম্পূর্ণ ভেঙে পড়া একজন মানুষ। আমির বলেন, “যেদিন রীনা আর আমি আলাদা হই, সেদিন রাতে আমি এক বোতল পুরো মদ খেয়ে ফেলি। এরপর টানা দেড় বছর প্রতিদিন মদ খেতাম। আমি ঘুমাতাম না, শুধু মদ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতাম। আমি নিজেকে শেষ করে দিতে চাইছিলাম।”

আরও পড়ুন- Shefali Jariwala's Final Hours: 'তখনও হার্ট চলছিল, তবে...', শেষ কয়েক ঘণ্টা কী করেছিলেন শেফালী? বিস্ফোরক বন্ধু পূজা!

তিনি আরও বলেন, “সেই সময় আমি কোনো কাজও করতাম না। কারো সঙ্গে দেখা করার ইচ্ছাও ছিল না। অথচ, সেবারেই 'লগান' মুক্তি পেল এবং এক পত্রিকা আমাকে ‘ম্যান অফ দ্য ইয়ার’ সম্মানিত করল। এটা ছিল আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।” এই কথা বলতে বলতে চোখে জল চলে আসে আমিরের। 

আমির ও রীনার প্রেম শুরু হয় যখন তাঁরা প্রতিবেশী ছিলেন। জানালা দিয়ে একে অপরকে দেখতেন। আমির তখন রীনার প্রতি গভীরভাবে প্রেমে পড়েন এবং অনেক দিন ধরে তাকে প্রস্তাব দিয়ে যান, এমনকী একবার নিজের রক্ত দিয়ে চিঠিও লেখেন। প্রথমে রীনা রাজি না হলেও পরে রাজি হন এবং দু’জনেই গোপনে বিয়ে করেন। রীনা আমিরের প্রথম সিনেমা 'কয়ামত সে কয়ামত তক'-এ ছোট একটি চরিত্রে অভিনয়ও করেছিলেন। তাদের ১৬ বছরের দাম্পত্য জীবন ছিল এবং তাঁদের দুই সন্তান—জুনাইদ ও ইরা। তাঁদের বিচ্ছেদ ঘটে 'লগান' মুক্তির এক বছর পর।

আরও পড়ুন- Indradip Dasgupta Hospitalised: আচমকাই অসুস্থ ইন্দ্রদীপ দাশগুপ্ত! পরিচালককে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করালেন বন্ধুরা...

'কফি উইথ করণ'-এর এক পর্বে আমির বলেছিলেন, “রীনা আর আমি ১৬ বছর একসঙ্গে ছিলাম। আমাদের বিচ্ছেদ আমাদের এবং আমাদের পরিবারের জন্য খুব কষ্টদায়ক ছিল। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ভালোভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করতে। আমাদের মধ্যে ভালোবাসা বা সম্মান কখনও হারিয়ে যায়নি।”

রীনার সঙ্গে বিচ্ছেদের পর, আমির ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন। তাঁদের এক ছেলে আছে, নাম আজাদ। এই দম্পতি ২০২১ সালে ১৬ বছরের দাম্পত্য জীবনের পর আলাদা হওয়ার ঘোষণা করেন। বর্তমানে আমির গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন। জীবনে অনেক উত্থান-পতনের মধ্যেও, আমির তাঁর দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রেখেছেন এবং সন্তানদের একসঙ্গে লালন-পালন করছেন। কিরণ এক সাক্ষাত্‍কারে জানান যে বিচ্ছেদের পরেও তাঁরা সবাই একই বিল্ডিংয়ে থাকেন। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More