নিজস্ব প্রতিবেদন : গতবছর ব্রেইন স্ট্রোক (Brain Stroke) হয়েছিল তাঁর। তারপর থেকেই বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে কাটছে 'লগান' (Lagaan)-এর 'কেশরীয়া'র। শারীরিক সমস্যার সঙ্গে রয়েছে আর্থিক অনটন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ্যেই আমির খানের (Aamir Khan) কাছে সাহায্য চাইলেন অভিনেত্রী পারভীনা (Parveena)।
শারীরিক অসুস্থতার কারণেই বেশ কয়েকবছর অভিনয় ছেড়ে কাস্টিং ডিরেক্টর হিসাবে কাজ করছেন পারভীনা। তবে এই মুহূর্তে তাঁর হাতে কোনও কাজ নেই। আর সেকারণেই চরম আর্থিক সঙ্কটের মধ্যে দিন কাটছে তাঁর। সাক্ষাৎকারে পারভীনা বলেন, ''এই মুহূর্তে আমার আর্থিক সাহায্য প্রয়োজন। কঠিন সময়ে কিছু বন্ধু-বন্ধবকে পাশে পেয়েছি। তবে হাতে কোনও কাজ নেই, তাই কাজ পেলে ভালো হয়। প্রযোজনা সংস্থাগুলির কাছে অনুরোধ যদি কাস্টিং ডিরেক্টর হিসাবে কোনও কাজ থাকে, তাহলে সেটা দিলে ভালো হয়।''
আরও পড়ুন-ছিল একঢাল চুল, কাঁচি চালিয়ে ছোট্ট করে ফেললেন, নতুন লুকে হাজির Aparajita
পারভীনা বলেন, ''আমির ভাই (Aamir Khan) আমার অসুস্থতার কথা জানেন না। আমার বিশ্বাস যদি জানতেন, তাহলে তিনি অবশ্যই আমাকে সাহায্য করতেন। আমরা সবাই জানি, যে উনি শ্রী বল্লভ ব্যাস সহ লগান-এর বেশকিছু সহশিল্পীদের ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন। আমার অনুরোধ ওঁর অফিসে যদি কোনও কাজ থাকে, তা আমায় দিলে ভালো হয়।'' প্রসঙ্গত, আমির খান এই মুহূর্তে 'লাল সিং চাড্ডা'র শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।
পারভীনা আরও জানিয়েছেন, তিনি গত বছর CINTAA (সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন) থেকে সাহায্য পেয়েছিলেন। এমনকি অক্ষয় কুমারও গত বছর তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। এবছর সোনু সুদের কাছ থেকে সহায়তাও পেয়েছিলেন।