Home> বিনোদন
Advertisement

জিম ছাড়াই কীভাবে ফিট থাকেন ঐশ্বর্য? রহস্য ফাঁস করলেন অভিষেক

জিম ছাড়াই কীভাবে ফিট থাকেন ঐশ্বর্য? রহস্য ফাঁস করলেন অভিষেক

নিজস্ব প্রতিবেদন: বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাইয়েক সৌন্দর্যে মুগ্ধ গোটা দেশ। মা হওয়ার পর লাইমলাইট থেকে কিছুটা দূরে চলে গেলেও, আবার তিনি ফিরেছেন রুপোলি পর্দায়। প্রসবের পর কিছুটা ওজন বেড়ে গেলেও, আবার ওজনকে নিজের আয়ত্বে নিয়ে এসেছেন বলিউড ডিভা। তবে জানেন কি, জিম ছাড়াই নিজেকে ফিট রাখেন ঐশ্বর্য রাই। কীভাবে তিনি এই কাজটি করেন, সেই রহস্য ফাঁস করলেন স্বয়ং তাঁর হাবি অভিষেক।

fallbacks

এই বাহুবলী তারকার সঙ্গে ফের অভিনয় করতে চলেছেন অনুষ্কা

fallbacks

ঐশ্বর্য রাইয়ের ফিটনেস প্রসঙ্গে অভিষেক বলেন, ‘মা হওয়ার পর ওর জীবনে অভিনয় খানিকটা পিছনে চলে গিয়েছিল। আজ আরাধ্যার জন্য ও সব কিছু করে। আরাধ্যার জন্মের পর থেকেই সুপারমম হয়ে উঠেছে ও। কিন্তু সেই সময়ে ওজন বেড়ে যাওয়া নিয়ে মিডিয়া অনেক কিছু লিখেছিল। আমার খারাপ লেগেছিল। ওকে যে চেনে, জানে, ও কখনওই জিমে সময় কাটায় না। শুধুমাত্র ‘ধুম টু’-এর শ্যুটিংয়ের সময়ে উদয়, হৃত্বিক আর আমি মিলে ওকে জিমে টেনে নিয়ে গিয়েছিলাম। নাহলে ও সঠিক ডায়েট মেনে খাবার খেয়ে আর প্রচুর পরিমানে জল খেয়ে নিজেকে ফিট রাখে।’

ব্রেক আপের পর রাজকে ছাড়াই বার্থ ডে সেলিব্রেট শুভশ্রীর, দেখুন ছবি

Read More