Home> বিনোদন
Advertisement

Ankush-র কি হইল অন্তরে ব্যথা, কিন্তু কেন?

এমন ছবির নায়ক হয়ে মনখারাপ করবেন নাকি কমেডি বহাল রাখবেন, সেটাই বোধহয় ঠিক করতে পারছেন না অঙ্কুশ।

Ankush-র কি হইল অন্তরে ব্যথা, কিন্তু কেন?

নিজস্ব প্রতিবেদন- অঙ্কুশের কেন মনখারাপ? এই তো দিব্যি বান্ধবীর সঙ্গে মালদ্বীপে ধুরে এলেন। মুম্বইয়েও বন্ধুদের সঙ্গে বেশ কিছুদিন ক্যারম খেলে, ঘুরে বেড়ালেন। এদিকে হাতে কাজ নেই, এমনটাও তো নয়। দিব্যি জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ সঞ্চালনা করছেন। সঙ্গে আবার বেস্টফ্রেন্ড বিক্রম চট্টোপাধ্যায়। মনখারাপটা কীসের? সেটা আবার ঘটা করে সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেনই বা কেন?

 

 

একটু পরেই জানা গেল, মনখারাপ আসলে পাভেলের। পরিচালক পাভেল। এরমধ্যেই ‘বাবার নাম গান্ধীজি’, ‘রসগোল্লা’, ‘অসুর’ পরিচালনা করে ফেলেছেন। তাঁরই পরবর্তী ছবি ‘মনখারাপ’। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অঙ্কুশ।তাই খানিকটা দ্বিধায় পড়েছেন। এমনিতে সবসময়েই আনন্দে থাকেন। তাঁর ক্যারিকেচারে অভ্যস্ত অনুরাগীরা। এমন ছবির নায়ক হয়ে মনখারাপ করবেন নাকি কমেডি বহাল রাখবেন, সেটাই বোধহয় ঠিক করতে পারছেন না অঙ্কুশ।

আরও পড়ুন: শহর থেকে দূরে পাহাড়ি গ্রামে একান্তে সময় কাটাচ্ছেন Sohini-Ranjay

যদিও এরইমধ্যে জানিয়ে দিয়েছেন, এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন বিদীপ্তা চক্রবর্তী, কৌশিক সেন, ঋদ্ধি সেনের মত অভিনেতারা। আর পরিচালক পাভেল? চিত্রনাট্যের উপর লিখে দিয়েছেন, এ ছবি অঙ্কুশের নিরঙ্কুশ হওয়ার যাত্রা। শুটিং শুরু ১৯ জুলাই।

Read More