Home> বিনোদন
Advertisement

শ্বেতার পর এবার দেহব্যবসার অভিযোগে গ্রেফতার আরও অভিনেত্রী

জাতীয় পুরস্কার জয়ী শ্বেতা বসু প্রসাদের পর এবার আরও এক দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেত্রীকে দেহব্যবসার অভিযোগে গ্রেফতার করা হল। মধু চক্র থেকে ধৃত সেই অভিনেত্রীর নাম দিব্যা শ্রী। কন্নড় ভাষায় বেশ জনপ্রিয় এই অভিনেত্রীর সঙ্গে মধু চক্র চালানোর জন্য অভিনেতা পবন কুমারকেও গ্রেফতার করা হয়েছে। পবন কুমার মধু চক্র চালাতেন, আর অভিনেত্রী দিব্যা দেহব্যবসায়ী হিসাবে সেই মধু চক্রে কাজ করতেন বলে পুলিস জানিয়েছে।

শ্বেতার পর এবার দেহব্যবসার অভিযোগে গ্রেফতার আরও অভিনেত্রী

----------------------

ওয়েব ডেস্ক: জাতীয় পুরস্কার জয়ী শ্বেতা বসু প্রসাদের পর এবার আরও এক দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেত্রীকে দেহব্যবসার অভিযোগে গ্রেফতার করা হল। মধু চক্র থেকে ধৃত সেই অভিনেত্রীর নাম দিব্যা শ্রী। কন্নড় ভাষায় বেশ জনপ্রিয় এই অভিনেত্রীর সঙ্গে মধু চক্র চালানোর জন্য অভিনেতা পবন কুমারকেও গ্রেফতার করা হয়েছে। পবন কুমার মধু চক্র চালাতেন, আর অভিনেত্রী দিব্যা দেহব্যবসায়ী হিসাবে সেই মধু চক্রে কাজ করতেন বলে পুলিস জানিয়েছে।

fallbacks

এক সপ্তাহও হয়নি হায়দরাবাদের বানজারা হিলসের একটি নামিদামি হোটেলের মধুচক্রের আসর থেকে পুলিস গ্রেফতার করে শ্বেতাকে। তার পরই এই ঘটনায় দক্ষিণের চলচ্চিত্র জগতে তোলপাড়।

গত মাসে কন্নড় ছবি নির্মাতা গুরু দেশপান্ডে ও ওমপ্রকাশ রাও স্টিং অপারেশনে যৌন কেলেঙ্কারিতে ধরা পড়ে যান। এর আগেও বেশ কয়েকজন দক্ষিণের অভিনেত্রী দেহব্যবসার অভিযোগ গ্রেফতার হয়েছিলেন।

fallbacks

এদিকে, পুলিসি জেরার মুখে শ্বেতা প্রসাদ বসু দেহ ব্যবসায় জড়িত বেশ কয়েকজন তেলেগু, তামিল,কন্নড়া সিনেমার অভিনেত্রীদের নাম বলেছেন বলে সূত্রের খবর। সব মিলিয়ে দক্ষিণের সিনেমা এখন বিতর্কের অন্ধ গলিতে।

Read More