Home> বিনোদন
Advertisement

Faria Shahrin Actor Bangladesh: 'সুগার ড্যাডি ছাড়া মিডিয়াতে থেকে এতো টাকা কামানো সম্ভব না...'

Fahria Shahrin: অভিনেত্রী আরও বলেছেন, ‘আমি তো এমনেই স্লিভলেস পরে ছবি দেই। ওইগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চায়, এমন কয়েকটা ছবি তুলেই ফেলি। প্রমিজ করলাম, নেক্সট বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমায় দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।’

Faria Shahrin Actor Bangladesh: 'সুগার ড্যাডি ছাড়া মিডিয়াতে থেকে এতো টাকা কামানো সম্ভব না...'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'সুগার ড্যাডি ছাড়া মিডিয়াতে থেকে এতো টাকা কামানো সম্ভব না...' বিস্ফোরক মন্তব্য করেছন লাক্স তারকা ফারিয়া শাহরিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।

ফারিয়া বলেন, ‘অভিনয়ে পা রেখে অনেক টাকা আয় করতে পারেননি। মিডিয়াতে থাকলে আসলে টাকা কামানো যায়, এটা ভেরি ট্রু। তবে বাংলো, গাড়ি-বাড়ি— এসব আমার কিছুই নেই। আমার মতো যারা কম কাজ করছেন এবং খুব সততার সঙ্গে কাজ করছেন, তাদের পক্ষে এত টাকা কামানো সম্ভব না, যদি না সুগার ড্যাডি থাকে।’

Salman Khan faces Pak army: ফ্লপের পর ফ্লপে নাজেহাল 'ভাইজান' সলমান এবার উর্দি পরে যাচ্ছেন সীমান্তে! যুদ্ধে...

খানিকটা ব্যাখ্যা করে ফারিয়া শাহরিন বলেন, ‘এ জন্য আমার কোনো টাকা-পয়সা নেই। আমার কোনো গাড়ি নেই, সারাজীবন বাপের গাড়িতে চড়েছি, আমার নিজের কোনো বাড়ি নেই। আর ভবিষ্যতেও কোনো সুগার ড্যাডি ধরার সম্ভাবনা শতভাগ নেই।’

'কাজল আরিফিন অমি' পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব‌্যাচেলর পয়েন্ট’। এ সিরিজে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়োন ফারিয়া শাহরিন। সিরিজটির নতুন সিজনের শুটিং শুরু করেছেন নির্মাতা। আগের মতো পঞ্চম সিজনে অভিনয় করবেন তিনি। ‘অন্তরা’ চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রী। খুব শিগগির শুটিংয়ে অংশ নেবেন তিনি।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। পরে বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্রটি তার পরিচিতি বাড়িয়ে দেয়। ফারিয়া অভিনয় করেছেন চলচ্চিত্রেও। দুটি ধারাবাহিকে অভিনয় করেছেন। তার একটি ‘দৈনিক তোলপাড়’ ও দ্বিতীয়টি ‘এয়ারকম’। সর্বশেষ কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে আলোচিত হন এই অভিনেত্রী।

Actress Chhaya Kadam: 'লাপাতা লেডিজ'-এর অভিনেত্রীর মেনুতে বুনো শুয়োর-সজারু-খরগোশ! মারছে কারা, দিচ্ছে কে?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More