Home> বিনোদন
Advertisement

বিজেপিতে যোগ দিলেন 'খড়কুটোর' বাবিন

জোর আলোচনা শুরু হয়ে যায় কৌশিককে নিয়ে 

বিজেপিতে যোগ দিলেন 'খড়কুটোর' বাবিন

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার ​বিজেপিতে যোগ দিলেন অভিনেতা কৌশিক রায়। 'খড়কুটোর' অন্যতম প্রধান অভিনেতা কৌশিক রায়ের বিজেপিতে (BJP) যোগদানের খবর প্রকাশ্যে আসতেই জোর আলোচনা শুরু হয়ে যায়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) হাজিরাতেই বিজেপিতে যোগ দেন কৌশিক। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য  করা হয়নি কৌশিকের তরফে।

প্রসঙ্গত, খড়কুটোর পাশাপাশি ফাগুন বউ-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন কৌশিক রায়। ধারাবাহিকের পাশাপাশি বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেন কৌশক রায়।

আরও পড়ুন : চিটফান্ড কাণ্ডে আর্থিক লেনদেনের অভিযোগ, পিসি সরকারের বাড়িতে CBI হানা

fallbacks

এদিকে সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দেন অভিনেতা সৌরভ দাস। সৌরভের পরপরই এবার বিজেপিতে যোগ দিলেন কৌশিক। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে টলিউডের একাধিক অভিনেতার রাজনীতিতে আগমন নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে।

Read More