Home> বিনোদন
Advertisement

অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় এবার পরিচালনায়

জি চব্বিশ ঘণ্টাকে এক্সক্লুসিভলি জানালেন সেই খবর।

অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় এবার পরিচালনায়

অনুসূয়া বন্দ্যোপাধ্যায়: এবার পরিচালনায় হাত পাকাচ্ছেন রাহুল। সদ্য শেষ করলেন রাজর্ষী দে পরিচালিত আবার কাঞ্চনজঙ্ঘা ছবির শুটিং। এবার অভিনেতা মন দিয়েছেন তাঁর নিজের প্রজেক্টে। জি চব্বিশ ঘণ্টাকে এক্সক্লুসিভলি জানালেন সেই খবর।

 নায়ক হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রেখেই বাংলা ছবির মোড় ঘুরিয়েছিলেন রাহুল। পৌঁছে গিয়েছিলেন জনপ্রিয়তার শীর্ষে। এরপর অন্য ধারার ছবিতে প্রমাণ করেছিলেন নিজের অভিনয় দক্ষতা। প্রথম দিন থেকেই অভিনব কিছু করার ইচ্ছে তাঁকে তাড়া করত। লকডাউনের ফাঁকা সময়ে তা আরও গাঢ় হয়েছে। সময়ও পেয়েছেন অনেকটাই, তাই নিজের মতো করে গুছিয়ে করেছেন প্রি প্রোডাকশন।সেই পরিচালক সত্তাই এবার ঝড়ে পরবে তাঁর সৃষ্টিতে।

আরও পড়ুন-এজাজ-পবিত্রর চুম্বন ঘিরে আপত্তি, বিগ বস ১৪ এর বিরুদ্ধে লভ জিহাদের অভিযোগ কারণি সেনার

ছোট ছবি বা OTT প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ নয়, প্রথমেই  ফিচার ফিল্ম দিয়েই শুরু করতে চান অভিনেতা। প্রথম ছবিতেই তাঁর প্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকেই  তুরুপের তাস হিসাবে বেছে নিয়েছেন। যদিও নায়িকার নাম এখনই প্রকাশ্যে আনছেন না পরিচালক। রাজর্ষী দের আবার কাঞ্চনজঙ্ঘা ছবির শুটিং শেষ করলেন সদ্য। এই ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এবার তিনি কোমড় বেঁধে নেমেছেন প্রি প্রোডাকশনের কাজে।শুটিং র‍্যাপ আপের পরদিন থেকেই মন দিয়েছেন নিজের ছবির চিত্রনাট্যে। চলছে কাস্টিংয়ের কাজও। পাশাপাশি  এপ্রিলে শুরু করবেন ছবির শুটিং। নতুন এই পথ চলায় রাহুল সফল হোন, জি ২৪ ঘণ্টার শুভেচ্ছা।

Read More