Home> বিনোদন
Advertisement

এবার করোনার কবলে অভিনেতা Sumeet Vyas

বলিউডে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের তালিকা...

 এবার করোনার কবলে অভিনেতা Sumeet Vyas

নিজস্ব প্রতিবেদন : বি-টাউনে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার করোনার কবলে অভিনেতা সুমিত ভ্যাস। 'পার্মানেন্ট রুমমেটস' নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করে খ্যাতির শিখরে উঠে এসেছিলেন সুমিত। অভিনেতা নিজেই তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।

ইনস্টাগ্রামে সুমিত লিখেছেন, '' হ্যালো, বন্ধুরা আমারা COVID-19 টেস্টের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি চিকিৎসকদের পরামর্শ অনুসারে ওষুধ খাচ্ছি এবং নিজেকে বাড়ির বন্দি রেখেছি। যদিও আমার উপসর্গগুলি খুব হালকা। তবে গত কয়েকদিনে আমার কাছাকাছি যাঁরা এসেছেন তাঁদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি। নিরাপদে থাকুন এবং শীঘ্রই দেখা হবে।''

আরও পড়ুন-বাদ গেল না ২ বছরের নূরভিও, COVID-19 পজিটিভ নীল নিতিন মুকেশের গোটা পরিবার

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sumeet Vyas (@sumeetvyas)

প্রসঙ্গত, সুমিত ভ্যাসের স্ত্রী হলেন অভিনেত্রী একতা কল। গত বছর জুনেই সুমিত একতার জীবনে এসেছে তাঁদের সন্তান 'বেদ'। যদিও সুমিতের স্ত্রী একতা ও তাঁদের ছেলে 'বেদ' সুস্থ আছেন বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন-ছোট্ট এই শিশুর সঙ্গে এমন কাজ কীভাবে করলেন বরুণ! হতবাক নেটিজেনরা

Read More