নিজস্ব প্রতিবেদন: উপলক্ষ জন্মদিন। আর যত ব্যস্ততাই থাক না কেন, জন্মদিনটা কমবেশি সকলেই তাঁর নিজের পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করেন। বাংলা চলচ্চিত্রের অন্যতম মুখ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের ক্ষেত্রেও তার অন্যথা হল না। ৪৬ বছরের জন্মদিনের কেকটা তিনি কাটলেন হাবি, পেশায় চিকিৎসক স্বামী সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে। ছিল মেয়ে ঋষণা। সেই জন্মদিনের কেক কাটার ছবি নিজেই সোশ্যাল সাইটে পোস্ট করেছেন অভিনেত্রী।
তবে তাঁর ফেসবুক পোস্ট থেকে বোঝা যাচ্ছে জন্মদিনে অভিনেত্রী সিঙ্গাপুরে রয়েছেন। আর এদিন তাঁর জন্মদিন উপলক্ষে তাঁর ঘনিষ্ঠ বন্ধবী পারমিতা। বান্ধবীর দেওয়া স্পেশাল লাঞ্চের ছবিও সোশ্যাল সাইটে পোস্ট করেছেন অভিনেত্রী। দেখুন সেই ছবি...
জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিনে টলিউডের বহু কলাকুশলীই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল সাইটে ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়।
Happy Birthday to d most sweet hearted lady of d town @RituparnaSpeaks pic.twitter.com/jGyaGNgjH8
— Dev (@idevadhikari) November 7, 2017
Wishing you a many many happy returns of this day @RituparnaSpeaks pic.twitter.com/DVvAmruavA
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) November 7, 2017
Happy birthday to @RituparnaSpeaks one of the nicest people one will ever come across!
— parambrata (@paramspeak) November 7, 2017
@RituparnaSpeaks কে #ZeeBanglaCinema জানায় জন্মদিনের অশেষ শুভেচ্ছা | pic.twitter.com/McBI7nPAHf
— Zee Bangla Cinema (@ZeeBanglaCinema) November 6, 2017
Happy birthday to my most favourite person @RituparnaSpeaks
— Iman Chakraborty (@imannmusic) November 6, 2017
সম্প্রতি, ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত সিনেমা 'ভালোবাসার বাড়ি'র ট্রেলার মুক্তি পেয়েছ।
আরও পড়ুন- জন্মদিনের সেলিব্রেশন বাতিল, বৃষ্টি বিপর্যস্ত মানুষদের পাশে কমল হাসান