জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:
অন্যতম বাঙালি চর্চিত অভিনেত্রী তানিন সুবহার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল বিকেল নাগাদ। ২রা জুন থেকেই অসুস্থ ছিলেন বাংলাদেশের এই অভিনেত্রী। কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। আচমকা শরীর খারাপ হয়ে যাওয়ার তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত সোমবার থেকে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
লাইফ সাপোর্টে রাখা হয়েছিল অভিনেত্রীকে। জানা যায়, চিকিৎসকেরা তাকে 'ক্লিনিকালি মৃত' ঘোষণা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী।
জয় জানান, কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পরেও তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল। ফলে চিকিৎসকেরা তাঁর লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। আজ সন্ধ্যায় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার আগেই ডাক্তাররা 'আন অফিসিয়ালি' তানিন সুবহাকে মৃত ঘোষণা করেছে। তবে অফিসিয়ালি এখনও কিছু বলেনি!
এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের দাবি, তানিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করে যেকোনো সময় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তিনি আরও জানান, যেহেতু অফিসিয়ালি ডাক্তারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনও ঘোষণা আসেনি, সেহেতু কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভুল তথ্য প্রচার কিংবা ঘোষণা না করার অনুরোধ করছি।
এর আগে গত ২ জুন (সোমবার) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর আফতাব নগরের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় নায়িকাকে। সেখানে প্রাথমিক চিকিৎসা করে বাড়ি ফিরেছিলেন তানিন।
কিন্তু সোমবার আবারও হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং বেশ কয়েকবার বমি করলে তার অবস্থার অবনতি হয়। এরপর ডাক্তারের পরামর্শে ধানমন্ডির একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তানিনকে।
পরিবারের সকলে হাসপাতালেই ছিলেন। চিকিৎসকরা বলেছিলেন যে আজ সন্ধ্যে সাতটা নাগাদ লাইফ সাপোর্ট খুলে দিতে হবে। সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকার আফতাব নগরের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা করান নায়িকা। কিন্তু সোমবার আবারও হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং বেশ কয়েকবার বমি করলে তার অবস্থার অবনতি হয়।
তবে, বর্তমানে জানা যাচ্ছে তিনি মারা যাননি। বরং তাঁর অবস্থা আশঙ্কাজনক। সন্ধ্যা ছটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তার ফেসবুক পেজে, তানিন সুবাহর শারীরিক অবস্থার উল্লেখ করেন। ডিপজল সকলের উদ্দেশ্যে লিখেছেন, "তানিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করে যেকোনো সময় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই কঠিন সময়ে আমাদের প্রিয় তানিন ও তার পরিবারের জন্য সকলে প্রার্থনা করুন।"
শেষ দু দশক ধরে তিনি কাজ করে যাচ্ছেন। টেলিভিশনের সঙ্গে সঙ্গে বড় পর্দাতেও কাজ করেছেন তিনি। মোশাররফ করিমের বিপরীতে ‘যমজ’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন তিনি। সিনেমায় 'অবাস্তব ভালোবাসা’ ছিল তাঁর প্রথম কাজ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল