Home> বিনোদন
Advertisement

Aditi Munshi: অসুস্থতার কারণে বাতিল করেছিলেন অসংখ্য শো, এবার অনুরাগীদের সুখবর দিলেন অদিতি...

Aditi Munshi: অসুস্থ অদিতি মুন্সী। কিছুদিন আগে সেই খবর প্রকাশ্যে আসতেই মন ভাঙে গায়িকার অনুরাগীদের। নভেম্বরে একাধিক শো বাতিল করেছিলেন তিনি। তবে এবার অনুরাগীদের সুখবর শোনালেন গায়িকা। তিনি বলেন, ‘আমি আছি, ভালো আছি ,সুস্থ আছি ,গানে আছি, প্রাণে আছি।’

Aditi Munshi: অসুস্থতার কারণে বাতিল করেছিলেন অসংখ্য শো, এবার অনুরাগীদের সুখবর দিলেন অদিতি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  'গান নাই আর জান নাই', দুটোই এক অদিতি মুন্সীর(Aditi Munshi) কাছে, তাই বেশিদিন আর গান থেকে দূরে থাকতে পারলেন না গায়িকা। কিছুদিন আগেই শোনা গিয়েছিল নভেম্বরে তাঁর সব শো বাতিল করেছেন তিনি। আচমকাই শরীরের অবনতি হয় গায়িকার। সেই কারণেই বাতিল করতে হয়েছে একের পর এক শো। ২০ নভেম্বর থেকে একাধিক শো ছিল অভিনেত্রীর। একপ্রকার বাধ্য হয়েই সেই শো গুলি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন অদিতি মুন্সী। এবার অদিতি দিলেন সুখবর।

আরও পড়ুন- Parambrata Chatterjee: অসুস্থ পিয়া! বিয়ের পরেরদিনই স্ত্রীকে নিয়ে হাসপাতালে পরমব্রত...

ভোকাল ইঞ্জুরি সারিয়ে আবারও ভক্তিগীতি শোনাতে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হতে চলেছেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী। চলছে তারই প্রস্তুতি। আগামী ২ মাস প্রায় কুড়ি থেকে পঁচিশটা অনুষ্ঠান আছে যা তার অফিসিয়াল পেজ থেকে আগামীতে প্রকাশ করা হবে। এছাড়াও অনেক অনুষ্ঠানের নানা অনুসন্ধান আসছে। এরই মধ্যে তিনি শুরু করেছেন নিয়মমাফিক প্রতিদিন সকালের রেওয়াজ,  সঙ্গীতমের ছাত্র ছাত্রীদের গানের ক্লাস নেওয়া, যন্ত্রশিল্পীদের সঙ্গে প্রতিদিন চলছে রিহার্সাল।

অদিতি মুন্সী তাঁর গানের অনুষ্ঠান নতুনভাবে সাজিয়ে তুলছেন তাঁর শ্রোতাদের জন্য। নতুন বাদ্যযন্ত্রর সঙ্গে আরও অনেক কিছু তিনি সংযোজন করতে চলেছেন তাঁর গানের অনুষ্ঠানে। এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে শিল্পী জানান ‘গলার জন্য সাময়িক বিরতি নিয়েছিলাম ঠিকই, কিন্তু ডিসেম্বর থেকে নতুনভাবে জোর কদমে আরও বেশি সংখ্যক মানুষের সঙ্গে হরিনামে মেতে উঠবো আমরা। আমি সকল শ্রোতাদের ধন্যবাদ জানতে চাই, তাদের প্রার্থনা ও ঈশ্বরের আশীর্বাদে আমি আবার গানে ফিরতে চলেছি।

আরও পড়ুন- Abanti Sinthi Marriage: বিয়ের পিঁড়িতে জনপ্রিয় গায়িকা! গাঁটছড়া বাঁধতে চলেছেন ‘সারেগামাপা’-খ্যাত 'শিসপ্রিয়া'

গায়িকা আরও বলেন, ‘আসলে গান ছাড়া তো আমার আর কোনও অস্তিত্ব নেই। আমি আবার আপনাদের সাথে কৃষ্ণ নামে মাতোয়ারা হব। আগামী ডিসেম্বরের ১ তারিখ থেকে মঞ্চে ফিরছি। অনেক ডিজিটাল পোর্টাল আমার মৃত্যু সংবাদও প্রকাশ করেছিলো গলা খারাপের খবর শুনে, তাদের একটাই কথা বলব সবাইকে আমি আছি, ভালো আছি ,সুস্থ আছি ,গানে আছি, প্রাণে আছি।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More