নিজস্ব প্রতিবেদন: আদিত্য নারায়ণ এবং শ্বেতা আগরওয়ালের রিসেপশনে নাচলেন উদিত নারায়ণ। কখনও স্ত্রী দীপা নারায়ণের সঙ্গে নাচতে দেখা যায় উদিতজিকে, আবার কখনও আদিত্যর সঙ্গে নাচতে দেখা যায় গায়ককে। কখনও আবার গোবিন্দার সঙ্গে ডান্স ফ্লোরে পা মেলান উদিত নারায়ণ।
আরও পড়ুন : ''ইসাবেল, তোমায় দারুন লাগছে'', ক্যাটরিনার বোনের প্রশংসায় পঞ্চমুখ সলমন
এদিকে রিসেপশনের রাতে স্ত্রী শ্বেতা আগরওয়ালকে চুম্বন করতে দেখা যায় আদিত্যকে। কখনও আবার স্ত্রীকে ডান্স ফ্লোরে টেনে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে নাচতে শুরু করেন আদিত্য। রিসেপশনে হাজির অন্য সেলেবদের ও জমিয়ে নাচতে দেখা যায় উদিত নারায়ণের ছেলের বিয়ের রিসেপশনে। সবকিছু মিলিয়ে করোনা আবহের মধ্যে খুব কম অতিথিদের নিয়ে বিয়ে এবং রিসেপশনের অনুষ্ঠান হলেও, তা যেন ঝলমল করে দেন তারকাদের গ্ল্যামারের ছটায়।
দেখুন...
এদিকে আদিত্যর রিসেপশনে দেখা মেলেনি নেহা কক্করের। স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে আপাতত চুটিয়ে সংসার করছেন বলিউডের রিমেক কুইন।