Home> বিনোদন
Advertisement

Akshay-এর পর 'রাম সেতু' আরও ৪৫ জন Covid19-এ আক্রান্ত

ভিনেতার আগামী ছবি 'রাম সেতু'-র ৪৫ জন সদস্যেরও Covid-19 টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। 

Akshay-এর পর 'রাম সেতু' আরও ৪৫ জন Covid19-এ আক্রান্ত

নিজস্ব প্রতিবেদন : করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অক্ষয় কুমার। একথা নিজেই জানিয়েছেন অভিনেতা। এখন জানা যাচ্ছে, অভিনেতার আগামী ছবি 'রাম সেতু'-র ৪৫ জন সদস্যেরও Covid-19 টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। 

সোমবার থেকেই মুম্বইয়ের একটি নতুন লোকেশনে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। নিয়ম মতো যেকোনও নতুন লোকেশনে ছবির শ্যুট করতে গেলেই কোভিড টেস্ট করা বাধ্যতামূলক। সেইমতো 'রাম সেতু'র মোট ১০০ জন কলাকুশীলর কোভিড টেস্ট করানো হয়। দেখা যায় তাঁর মধ্যে ৪৫ জনেরই Covid টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।

আরও পড়ুন-কোরনার দাপটে কাবু, হাসপাতালে ভর্তি বলিউডের অন্যতম ফিট তারকা Akshay Kumar

এবিষয়ে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ীজ (FWICE) র সভাপতি বি এন তিওয়ারি জানিয়েছেন, ''এটা দুর্ভাগ্যজনক যে একসঙ্গে এতজনের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে বেশিরভাগই জুনিয়র আর্টিস্ট। এছাড়া অক্ষয় কুমার টিমের সদস্যদেরও কয়েকজনের পজিটিভ রিপোর্ট এসেছে। তাঁদের সকলকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সকলেরই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আপাতত শ্যুটিং বন্ধ রাখা হয়েছে। ''

এদিকে রবিবারই অক্ষয় কুমারের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। সোমবার আবার আক্কি তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানান।

Read More