নিজস্ব প্রতিবেদন : মেয়েরা শৈশব থেকে কৈশোরে পা দিলেই বিপদ! বাড়ির বাইরে বের হওয়ার সময় মেয়েদের প্রতিমুহূর্তে সাবধান করে থাকেন মায়েরা। একটাই ভয়, বাইরে বের হলে মেয়েকে না জানি কোন পুরুষের যৌন লালসার শিকার হতে হয়! যদিও এ বিপদ কি শুধুই বাড়ির বাইরে? এমন বহু মেয়েই রয়েছেন, যাঁদের বাড়ির মধ্যেই যৌন লালসার শিকার হতে হয়েছে। কারো কারো ক্ষেত্রে কৈশোরের গণ্ডিও পার হতে হয়নি, তারও আগে শৈশবেই সেই হিংস্রতার মুখোমুখি তাঁরা। আর এই হিংস্র মানুষটি যদি হন তাঁর বাবা! তাহলে? একটি শিশু তার মায়ের পর নিরাপদ আশ্রয় কিংবা রক্ষক বলতে বাবাকেই বোঝে, আর সেই রক্ষকই যদি ভক্ষক হয়ে ওঠে! বড় পর্দায় এমনই একটি গল্প নিয়ে আসছেন মহারাষ্ট্রের নাট্য পরিচালক সইফ হায়দার হাসান। ছবির নাম 'ইয়েস পাপা' (Yes Papa)। প্রযোজনায় রামকমল মুখোপাধ্যায়।
কন্যা সন্তানের সুরক্ষাকে বিষয় করে সাদা-কালো ফ্রেমে এই কাহিনি তুলে ধরবেন পরিচালক। 'ইয়েস পাপা'র গল্প আবর্তিত হয়েছে এমন একটি মেয়েকে নিয়ে যাঁকে তাঁর বাবা বছরের পর বছর শারীরিক নির্যাতন করেছে। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির টিজার। এমন একটি ছবির প্রচারে আগেই এগিয়ে এসেছিলেন বলিউডের 'ড্রিম গার্ল' হেমা মালিনী। এবার ছবির প্রচারে শ্রদ্ধা কাপুর, জ্যাকি শ্রফ, সোনালি কুলকার্নির জিনাত আমান, পরিচালক আকাশ খুরানা অভিষেক চৌবে এবং ভারত দাভোলকর মতো ব্যক্তিত্বরা।
আরও পড়ুন-মালদ্বীপ থেকে ফিরেই হাসপাতালে, ফের অন্তঃসত্ত্বা অনুষ্কা?
আরও পড়ুন-মালদ্বীপ থেকে ফিরেই হাসপাতালে, ফের অন্তঃসত্ত্বা অনুষ্কা?
এই ছবিতে অভিনয় করেছেন গীতিকা ত্যাগী, অনন্ত মহাদেবন, দিব্যা শেঠ শাহ, তেজস্বিনী কোলাপুরি, হাসান জাইদি, নন্দিতা পুরী, সঞ্জীব ত্যাগী সহ আরও অনেকে। ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন গীতিকা ত্যাগী, তাঁর কথায়, ''এ ছবির মাধ্যমে সইফ যে বিষয়টি সামনে এনেছেন, তা গুরুতর এবং ভয়ঙ্কর একটি সমস্যা, আমাদের নীরবতা ভাঙার সময় এসেছে।'' ছবির প্রযোজক রামকমল মুখোপাধ্যায় বলেন, ''৬ বছর আগে সাংবাদিক হিসাবে সইফ হায়দার হাসানের সঙ্গে আমার আলাপ, ওঁর একটি মঞ্চে অভিনয়ের সময়। আমি ওঁর কাজের অনুরাগী। ইয়েস পাপা এমন একটি ছবি যা ভাবতে সাহায্য করবে এবং আরও সতর্ক করবে।''