Home> বিনোদন
Advertisement

ইন্ডাস্ট্রির চর্চিত প্রেমিক ভিকি কৌশলের পর করোনা আক্রান্ত Katrina Kaif

করোনার দ্বিতীয় ঢেউ আসায় ক্রমাগত বাড়ছে Covid 19-এর সংক্রমণ। মুম্বইয়ে একের পর এক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে। সোমবারই করোনা আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal)। রিউমার্ড বয়ফ্রেন্ডের পর এবার করোনা আক্রান্ত বলিউডের বার্বি ডল ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। কিছুদিন আগেই ক্যাটরিনার কো-স্টার অক্ষয় কুমারের (Akshay Kumar) রিপোর্ট পজেটিভ আসে। Covid 19-র কবলে অভিনেত্রী ভূমি পেদনেকরও।

ইন্ডাস্ট্রির চর্চিত প্রেমিক ভিকি কৌশলের পর করোনা আক্রান্ত Katrina Kaif

করোনার দ্বিতীয় ঢেউ আসায় ক্রমাগত বাড়ছে Covid 19-এর সংক্রমণ। মুম্বইয়ে একের পর এক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে। সোমবারই করোনা আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal)। রিউমার্ড বয়ফ্রেন্ডের পর এবার করোনা আক্রান্ত বলিউডের বার্বি ডল ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। কিছুদিন আগেই ক্যাটরিনার কো-স্টার অক্ষয় কুমারের (Akshay Kumar) রিপোর্ট পজেটিভ আসে। Covid 19-র কবলে অভিনেত্রী ভূমি পেদনেকরও।

fallbacksআরও পড়ুন: ১০০ জন দুঃস্থ প্রবীণ নাগরিকের Covid টিকা করণে ব্যবস্থা করলেন Ritabhari

ক্যাটরিনা কাইফ জানান, ''আমার Covid-19 টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমি আপাতত বাড়িতেই আইসোলেশনে থাকব। চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতেই করোনা বিধি মেনে থাকছি আমি। এই কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন যাঁরা, তাঁরা একবার পরীক্ষা করিয়ে নেবেন। আপনাদের ভালবাসায় কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। সুস্থ থাকবেন, সচেতন ও সতর্ক থাকবেন সকলে।'

fallbacksআরও পড়ুন: 'মাস্ক পরা নিয়ে চ্যাঙড়ামো নয়', সব দলের কর্মীদের সচেতনতার বার্তা দেবের

সোমবার নিজের করোনার রিপোর্ট পজেটিভ আসার কথা জানিয়ে সকলকে ভিটামিন-C নেওয়ার এবং মন ভালো রাখার পরামর্শ দিয়েছেন ভূমি। হাসপাতালে চিকিৎসা করান বলিউড খিলাড়িও। রণবীর কাপুর, আিয়া ভাট, সঞ্জয় লীলা বনশালি, পরেশ রাওয়াল, আমির খানের পর ফের একে একে আক্রান্ত হচ্ছেন বলিউড তারকারা। সব তারকাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরোধ করেছেন সকলকে সতর্ক থাকার। এই পরিস্থিতিকে হালকাভাবে না নিয়ে, মাস্ক পরা, হাত ধোয়া বা স্যানিটাইজ করা  এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন। 

Read More