Home> বিনোদন
Advertisement

সিংহ শাবকের সঙ্গে ছবি তুলে ট্রোলড প্রীতি, ছাড়লেন না জবাব দিতেও

সিংহ শাবকের সঙ্গে ছবি তুলে ট্রোলড প্রীতি, ছাড়লেন না জবাব দিতেও

ওয়েব ডেস্ক: শিল্পা শেট্টির পর এবার ট্রোলড হলেন প্রীতি জিন্টাও, কারণটাও প্রায় একই।  শিল্পা শেট্টি ট্রোলড হয়েছিলেন দুবাইতে এক মিলিয়নিয়ার-এর নিজস্ব চিড়িয়াখানায় ছবি তোলার জন্য। আর এবার প্রীতি ট্রেলড হয়েছেন তাঁর ইনস্টাগ্রামের একটা ছবি পোস্ট করার জন্য। ‌যে ছবিতে দেখা ‌যাচ্ছে প্রীতি দক্ষিণ আফ্রিকায় গিয়ে একটা সিংহ শাবককে আদর করছেন। 

ক্যাপশানে লিখেছেন, '‍'‍নতুন বন্ধু, দক্ষিণ আফ্রিকায় এটা দারুণ একটা অভিজ্ঞতা।'‍'‍ 

 

 

A post shared by Preity Zinta (@realpz) on

প্রীতির এই পোস্টে তাঁর কোনও কোনও ফলোয়ার ‌যেমন প্রশংসা করেছেন। কেউ কেউ আবার সমালোচনাও করেছেন। প্রীতির ক্যাপশানের উত্তর হিসাবে লিখেছেন, '‍'‍ এই অভিজ্ঞতা হয়ত আপনার জন্য খুব ভালো, কিন্তু সিংহ শাবকটির জন্য নয়।'‍'‍ 

কেউ আবার সমালোচনা করে ঘুমন্ত শাবকটিকে দেখে লিখেছেন,  পশুটিকে সম্ভাবত জোর করে কোনওভাবে আচ্ছন্ন করে রাখা হয়েছে।

fallbacks
ফলোয়ার্সদের সমালোচনার জবাব না দিয়ে শিল্পা শেট্টি তাঁর পোস্টটি ডিলিট করে দিয়েছিলেন। তবে প্রীতি কিন্তু দমে ‌যাওয়ার মেয়ে নন। তিনি তাঁর ওই ফলোয়ার্সের সমালোচনার জবাবে লিখেছেন,
'‍'দুঃখের বিষয় মানুষ সব সময় খারাপটাই ভাবে।  গরমের কারণে তারা ঘুমোচ্ছে। জীবনে সবটাই খারাপ বা ষড়‌যন্ত্র নয়, দয়া করে কোনও মন্তব্য করার আগে বিষয়টি সম্পর্কে জানান চেষ্টা করুন। আপনি ভয় পান মানেই সবাই ভয় পাবেন, এমনটা নয়।'‍'‍ 

fallbacks

আরও পড়ুন-মুক্তি পেল রণদীপ বসুর শর্ট ফিল্ম '‍জলের নকশা'র টিজার সং

Read More