Home> বিনোদন
Advertisement

শাড়ির পরেও রক্ষণশীলদের আক্রমণের মুখে 'দঙ্গল' অভিনেত্রী

শাড়ির পরেও রক্ষণশীলদের আক্রমণের মুখে 'দঙ্গল' অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদন: পোশাক নিয়ে সোশ্যাল সাইটে রক্ষণশীলদের হামলাবাজি নতুন কিছু নয়। আক্রান্তদের তালিকায় ফের নাম লেখালেন 'দঙ্গল' অভিনেত্রী ফাতিমা সানা শেখ। 

কিছুদিন আগেই সুইমস্যুট পরে সোশ্যাল সাইটে ছবি দেওয়ার জন্য ধর্মান্ধদের নানান অযাচিত মন্তব্য শুনতে হয়েছিল তাঁকে। কেউ তো বলে বসেছিলেন, রমজান চলাকালীন তাঁর নাকি এধরণের পোশাক পরে ছবি দেওয়া উচিত হয়নি, বলে মন্তব্য করেছিলেন একদল কূপমণ্ডুক। 

এবার ফের ট্রোল হতে হল ফাতিমাকে, তাও আবার শাড়ি পরার জন্য। সম্প্রতি 'লো ওয়েস্ট'  শাড়ি পরে ছবি পোস্ট করেছেন ফতিমা। ক্যাপশানে লিখেছেন, 'সেমলেস সেলফি'। আর সেটাই ফের ক্ষেপিয়ে তুলেছে ধর্মান্ধদের। কেউ তো বলেই বসেছেন ' আল্লা সে তো ডরো, জাহান্নম হি মিলেগা তুমহে বোরখা পহেনো।'
কেউ আবার লিখেছেন, ' তেরে কো শাড়ি নেহি আতি হ্যায় পহেননি'। এধরণের বহু কটূ কথাই শুনতে হয়েছে  আমিরের 'দঙ্গল' কন্যাকে। 

 

 

 

A post shared by Fatima Sana Shaikh (@fatimasanashaikh) on

fallbacks

তবে অবশ্য শুধু নিন্দাই নয়, তাঁর কোনও কোনও ফলোয়ার ফাতিমাকে এই ধরণের অবাঞ্ছিত কথা গ্রাহ্য না করার উপদেশ দিয়েছেন। প্রসঙ্গত, সানা শেখের এই শাড়ি ডিজাইন করেছেন স্বাতী মুকুন্দ। 

আরও পড়ুন- টলিউডের তৎপরতায় বদলে গেল 'গপ্পো'

Read More