নিজস্ব প্রতিবেদন: শেষবার ঐশ্বর্য-অভিষেক জুটিকে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল ২০১০এ মণি রত্নম-এর 'রাবন' ফিল্মে। তারপর আর তাঁরা একসঙ্গে পর্দায় আসেননি। দীর্ঘদিন হল দর্শক ঐশ্বর্য-অভিষেকের অনস্ক্রিন রয়ায়ন থেকে বঞ্চিত আছেন। তবে এই জুটির ভক্তদের জন্য সুখবর। ফের একবার একসঙ্গে পর্দায় আসতে চলেছেন ঐশ্বর্য ও অভিষেক। সৌজন্য, অনুরাগ কাশ্যপ।
'টাইমস অফ ইন্ডিয়া'র প্রতিবেদন অনুসারে, অনুরাগ কাশ্যপের আগামী ছবি 'গুলাব জামুন'-এ একসঙ্গে জুটি বাঁধছেন ঐশ্বর্য ও অভিষেক। খুব শীঘ্রই এই বিষয়টি ছবির নির্মাতাদের তরফে জানানো হবে বলে খবর। তবে এই ছবিতে অনুরাগ কাশ্যপকে পরিচালকের ভূমিকায় নয়, দেখা যাবে প্রযোজকের ভূমিকায়। ছবির পরিচালনা করবেন সরভেশ মারওয়া।
প্রসঙ্গত, ঐশ্বর্য আপাতত ফান্নে খান ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। যেখানে রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা যাবে তাঁকে। ছবিতে রয়েছেন অনিল কাপুরও। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'ফান্নে খান', যা বেশ প্রশংসিতও হয়েছে।
আরও পড়ুন- তারকা নই, অভিনেত্রী হওয়ার চেষ্টা করছি : জাহ্নবী কাপুর