Home> বিনোদন
Advertisement

ঐশ্বর্যের সঙ্গে আরাধ্যার ছবি শেয়ার করলেন অভিষেক, এমন ছবি দেখেছেন..

ঐশ্বর্যের সঙ্গে আরাধ্যার ছবি শেয়ার করলেন অভিষেক, এমন ছবি দেখেছেন..

ওয়েব ডেস্ক : আরাধ্যা এবং ঐশ্বর্যর ছবি পোস্ট করলেন অভিষেক বচ্চন। ইনস্টাগ্রামে সেই ছবির নিচে ‘হৃদয়’ চিহ্নও দেন অভিষেক। 

স্বাধীনতা দিবসের আগে মেলবর্নে গিয়েছিলেন ঐশ্বর্য। সেখানে প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে হাজির হয়ে, সেখানে তেরঙ্গা তোলেন রাই সুন্দরি। মায়ের সঙ্গে ওই অনুষ্ঠানে হাজির ছিল ছোট্ট আরাধ্যাও। মেলবর্ন থেকে এরপর মায়ের হাত ধরেই মুম্বইতে ফিরে আসে বচ্চনদের নাতনি। কিন্তু, মেলবর্নে থাকাকালীন মায়ের সঙ্গে ছোট্ট আরাধ্যার সেই ছবি শেয়ার করেন অভিষেক বচ্চন। বচ্চন ‘বহুরানি’ এবং বচ্চনদের ‘রানির’ ওই ছবি প্রকাশ পাওয়ার পর পরই রাই সুন্দরির ভক্তদের উচ্ছ্বাস প্রকাশ পায়। 

দেখুন সেই ছবি..

fallbacks

তবে এই প্রথম নয়, আরাধ্যার জন্মের পর থেকেই ঐশ্বর্য কখনওই মেয়েকে কাছ ছাড়া করতে চান না। গণেশ চতুর্থী থেকে শুরু করে দূর্গা পুজো কিম্বা কান, সর্বত্রই মায়ের সঙ্গে মেয়ের অবাধ যাতায়াত। আর তাই এখন পাপারাতজিদেরও বেশ ভালভাবে সামলাতে শিখে গিয়েছে আরাধ্যা।  

Read More