Home> বিনোদন
Advertisement

আরাধ্যার ঠোঁটে আদরের ছোঁয়া, ফের ভাইরাল ঐশ্বর্যর ছবি

মেয়েকে নিয়ে প্রথমে প্যারিস এবং পরে ডিজনিল্যান্ডে পাড়ি দেন বচ্চন বহু 

আরাধ্যার ঠোঁটে আদরের ছোঁয়া, ফের ভাইরাল ঐশ্বর্যর ছবি

নিজস্ব প্রতিবেদন : অভিষেক বচ্চন যখন অমিতাভ বচ্চনের সঙ্গে রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল দেখতে ব্যস্ত, সেই সময় মেয়েকে নিয়ে ডিজনিল্যান্ডে সময় কাটাচ্ছেন ঐশ্বর্য। সেই খবরও আপনাদের দিয়েছিলাম আমরা। আর এবার মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বর্য দিলেন নয়া ছবি। ঐশ্বর্য এবং আরাধ্যার ওই ছবি এখন হু হু করে ছড়িয়ে পড়তে শুরু করেছে।

আরও পড়ুন : আরাধ্যাকে প্যারিসে পাড়ি দিলেন ঐশ্বর্য

ছবিতে দেখা যাচ্ছে, ডিজনিল্যান্ডের সামনে দাঁড়িয়ে আরাধ্যার সঙ্গে ছবি তুলেছেন ঐশ্বর্য। যেখানে মেয়ের ঠোঁটে আদরের ছোঁয়া দিতে দেখা গিয়েছে বহু বচ্চনকে। লাল জামা পরে ছোট্ট আরাধ্যাকে লাগছিল একেবারে অন্যরকম। দেখুন সেই ছবি..

 

 

ছবি তুলেই ঐশ্বর্য লেখেন, তাঁর আরাধ্যা। তাঁর ভালবাসা। তাঁর জগত।

আরও পড়ুন : সইফের প্রথম পক্ষের মেয়ে সারার জন্য করিনা কি করলেন জানেন!

‘ফান্নে খান’-এর শুটিংয়ের মাঝে সময় বের করেই মেয়েকে নিয়ে ডিজনিল্যান্ডে পাড়ি দেন ঐশ্বর্য। ‘ফান্নে খান’-এর অনিল কাপুর এবং রাজকুমার রাও-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন রাই।

Read More