Home> বিনোদন
Advertisement

মেয়ে আরাধ্যার ছোটবেলা নাকি এক্কেবারে 'নষ্ট' করে দিচ্ছেন ঐশ্বর্য ?

প্রতি বছরের মত এ বারও কান চলচ্চিত্র উত্সবে মায়ের সঙ্গী হয়েছিল আরাধ্যা। কানের রেড কার্পেট ঝলসে দিয়ে যখন ‘ক্যারিশমা’ দেখাচ্ছেন ঐশ্বর্য, সেই সময় মা দিবসে মেয়েকেও সময় দিলেন রাই সুন্দরী।

মেয়ে আরাধ্যার ছোটবেলা নাকি এক্কেবারে 'নষ্ট' করে দিচ্ছেন ঐশ্বর্য ?

নিজস্ব প্রতিবেদন : বিশ্ব মাতৃ দিবসে ফ্রান্সে ছিলেন তিনি। আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে কানের রেড কার্পেট ঝলসে দিতেই ফ্রান্সে গিয়েছিলেন রাই সুন্দরী। প্রতি বছরের মত এ বারও কান চলচ্চিত্র উত্সবে মায়ের সঙ্গী হয়েছিল আরাধ্যা। কানের রেড কার্পেট ঝলসে দিয়ে যখন ‘ক্যারিশমা’ দেখাচ্ছেন ঐশ্বর্য, সেই সময় মা দিবসে মেয়েকেও সময় দিলেন রাই সুন্দরী।

আরও পড়ুন : রাজের জীবনের দুই 'লিডিং লেডি', শুভশ্রী ছাড়া আর কে?

আরাধ্যাকে আদর করে সবচেয়ে খুশি মা বলে একটি ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেন বহু বচ্চন। যেখানে ছোট্ট আরাধ্যার ঠোঁটে আদর করতে দেখা যায় ঐশ্বর্যকে। ওই ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের একাংশ জোর সমালোচনা শুরু করে। মা-মেয়ের ওই ছবি দেখে জোর সমালোচনা শুরু হয়।

আরও পড়ুন : সোনামকে বিয়ের পর নিজের নামটাই পালটে ফেললন আনন্দ

এই সেই ছবি..

 

 

ওই ছবি দেখে কেউ ঐশ্বর্যকে মানসিক বিকারগ্রস্থ সেলিব্রিটি বলে আক্রমণ করেন। আবার কেউ মন্তব্য করে বসেন, এসব কিছুই নাকি জনপ্রিয়তার লোভে পড়ে করছেন রাই। শুধু তাই নয়, মেয়ের সঙ্গে ওই ধরনের আচরণ করে ঐশ্বর্য নাকি আরাধ্যার ছোটবেলা নষ্ট করে দিচ্ছেন বলেও কেউ কেউ আক্রমণ করেন। ছোটদের এইভাবে আদর করার আইডিয়া একেবারেই সঠিক নয় বলেও মন্তব্য করেন অনেকে।

fallbacks

fallbacks

যদিও, সোশ্যাল সাইটে আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে টু শব্দ করেননি ঐশ্বর্য রাই বচ্চন।

Read More