Home> বিনোদন
Advertisement

আকাশ-শ্লোকা কী নাম রাখলেন ছেলের! প্রকাশ্যে এল Mukesh Ambani এর নাতির নাম

আম্বানি পরিবারের তরফে এবার ওই খবর প্রকাশ করা হয়

আকাশ-শ্লোকা কী নাম রাখলেন ছেলের! প্রকাশ্যে এল Mukesh Ambani এর নাতির নাম

নিজস্ব প্রতিবেদন : ​প্রকাশ্য়ে এল আম্বানি পরিবারের খুদে সদস্যের নাম। মুকেশ আম্বানি(Mukesh Ambani) এবং নীতা আম্বানি নাতির নাম রাখলেন ''পৃথিবী আকাশ আম্বানি''। আম্বানি পরিবারের তরফে এবার ওই খবর প্রকাশ করা হয়।

আরও পড়ুন : মাঝ রাতে পানশালা থেকে আটক সুজান খান? কী বললেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী!

সম্প্রতি বাবা-মা হন আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতা। আম্বানি পরিবারের তরফে জানানো হয়, শ্লোকার কোল আলো করে পুত্র সন্তান এসেছে। খুশির সঙ্গে সেই খবর প্রকাশ করা হয় আম্বানিদের তরফে। সম্প্রতি আম্বানি পরিবারের মুখপাত্র ওই খবর প্রকাশ করেন। এবার নাতির জন্মের পর এবার তার নাম প্রকাশ করা হয় ভারতের বৃহত্তম টেলিকম সংস্থার কর্ণধরের পরিবারের তরফে।

ছবি সংগৃহীত

fallbacks

২০১৯ সালে ৯ মার্চ মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানির সঙ্গে বিয়ে হয় রাসেল মেহতার মেয়ে শ্লোকার। চোখ ঝলসানো অনুষ্ঠানের মাধ্যমে আকাশ-শ্লোকার চার হাত এক করে দেওয়া হয়। আকাশ, শ্লোকার বিয়ের অনুষ্ঠানে দেশের তাবড় তারকারা হাজির হন। অমিতাভ বচ্চন থেকে সচিন তেন্ডুলকর বা প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন প্রত্যেকে হাজির হন আকাশ-শ্লোকার বিয়েতে।

Read More