Home> বিনোদন
Advertisement

Akshay Kumar: শ্যুটিঙে ভয়ংকর স্টান্টের জেরে মৃত্যু! ৬৫০ স্টান্টম্যানের জন্য বড় উদ্যোগ অক্ষয়ের...

Accident Coverage To 650 Stuntmen: লিউডের অন্যতম মানবিক মুখ অক্ষয়। কিছুদিন আগে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির জনপ্রিয় স্টান্টম্যান এসএম রাজুর মৃত্যুতে শোকাহত হল অক্ষয় কুমার। এবার এক বড় উদ্যোগ নিলেন অক্কি। 

Akshay Kumar: শ্যুটিঙে ভয়ংকর স্টান্টের জেরে মৃত্যু! ৬৫০ স্টান্টম্যানের জন্য বড় উদ্যোগ অক্ষয়ের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসময় স্টান্টম্যান হিসাবেও কাজ করেছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। এখনও নিজের অ্যাকশন নিজেই করেন অভিনেতা, কোনও বডি ডাবল নেন না। কিছুদিন আগে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির জনপ্রিয় স্টান্টম্যান এসএম রাজুর (Stuntman SM Raju) মৃত্যুতে শোকাহত হল অক্ষয় কুমার। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ইন্ডাস্ট্রি। এবার এক বড় উদ্যোগ নিলেন অক্কি। 

আরও পড়ুন- TV Actress: নাসিরুদ্দিন শাহের সহ-অভিনেত্রী সুমি এখন কোথায়? মেয়ের খোঁজে...

বরাবরই বলিউডের অন্যতম মানবিক মুখ অক্ষয়। দেশের যেকোনো দুর্যোগ হোক কিংবা কারও কোনো বিপদ; সেই খবর পৌঁছানো মাত্রই ঝাঁপিয়ে পড়েন এই তারকা। এবারও তাঁর অন্যথা হল না। পর্দায় যেসব অ্যাকশন দৃশ্য দেখা যায় সেসবের পেছনে আসল অবদান থাকে স্টান্টম্যানদের। জীবনের ঝুঁকি নিয়ে সেসব দৃশ্য করতে গিয়ে অনেককেই বিভিন্ন সময়ে দুর্ঘটনার শিকার হন, এমনকী প্রাণও হারান। অনেকসময় সেটে তাদের জন্য যথাযথ চিকিৎসা ব্যবস্থাও থাকে না। সেরকমই এক স্টান্ট করতে গিয়ে স্টান্টম্যান এসএম রাজুর মৃত্যুতে বলিউডের স্টান্টম্যানদের জন্য বড় পদক্ষেপ করলেন খিলাড়ি কুমার। 

বলিউডের সব স্টান্টম্যানের জন্য জীবন বীমা করে দিয়েছেন অভিনেতা। বলিউডে প্রায় সাড়ে ছ’শো থেকে সাতশো স্টান্টম্যানের জীবনের ত্রাতা হয়ে উঠেছেন অক্ষয়, তাঁদের জীবন বীমা করে দিয়েছেন তিনি। প্রবীণ স্টান্টম্যান বিক্রম সিং দাহিয়া যিনি একাধিক বলিউড ছবির মারপিটের দৃশ্যে কাজ করেছেন, তিনি অক্ষয়ের এই মানবিক উদ্যোগে কুর্নিশ জানিয়েছেন। তিনি বলেন, অক্ষয় স্যারকে অনেক ধন্যবাদ, উনি বলিউডের ৭০০ স্টান্টম্যানের জীবন বীমা করিয়ে দিলেন। বীমা অনুযায়ী, কোনো কলাকুশলী যদি সেটে স্টান্ট করতে গিয়ে কিংবা বাইরেও দুর্ঘটনার শিকার হন, তাহলে সাড়ে পাঁচ লাখ। বলিউডে অক্ষয়ের এই উদ্যোগে খুশি স্টান্টম্যানেরা। 

আরও পড়ুন- Mithun Chakraborty: 'পুলিসকে বলছি, নিরপেক্ষ থাকুন...', মোদীর সভা থেকে হুংকার মিঠুনের!

প্রসঙ্গত, তামিলনাড়ুর নাগাপট্টিনমে ‘ভেট্টুভম’ ছবির শুটিং চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় অভিজ্ঞ স্টান্টম্যান রাজু নিহত হয়েছেন। ১৩ জুলাই ঘটে যাওয়া এই দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাজু একটি এসইউভি গাড়ি চালাচ্ছেন। দৃশ্যটি ধারণ করার সময় দ্রুতগামী গাড়িটি একটি র‍্যাম্পের উপর দিয়ে গিয়ে ভারসাম্য হারিয়ে সামনে পড়ে উল্টে যায়। ঘটনার পর রাজুর দেহের ময়নাতদন্ত করা হয়। দেখা গেছে, রাজুর মাথার ভেতরে গুরুতর রক্তপাত সহ ভয়াবহ ইন্টারনাল হ্যামারেজ ছিল। দুর্ঘটনার সময় বাহ্যিকভাবে কোনো বড় ক্ষত দেখা না গেলেও অভ্যন্তরীণ ট্রমা তাঁর প্রাণ কেড়ে নিয়েছে।

এই ঘটনার পর পরিচালক পা. রঞ্জিত, সহকারী পরিচালক রাজ কমল, গাড়ির মালিক প্রকাশ, এবং শুট ম্যানেজার বিনোদ—এই চারজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নাগাপট্টিনম পুলিসের একজন সিনিয়র অফিসার জানান, "ময়নাতদন্তে মাথার ইন্টারনাল হেমারেজ এবং রক্তক্ষরণের বিষয়টি পরিষ্কার। প্রাথমিক তদন্তের ভিত্তিতে আমরা অবহেলার মামলা দায়ের করেছি।" এই ঘটনাটি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড়সড় সাড়া ফেলেছে এবং সেটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More