ওয়েব ডেস্ক: অভিনেত্রী আসিন আর মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মার প্রেমকাহিনিতে অক্ষয় কুমারের অবদানের কথা সবার জানা। অক্ষয়ের মাধ্যমেই গজনি সিনেমার নায়িকার প্রেম হয়েছিল রাহুলের সঙ্গে। সেই অক্ষয় কুমারই আসিন-রাহুলের বিয়ের কার্ড জনসমক্ষে নিয়ে এলেন। অক্ষয় এই বিয়ের ঘটক বলা চলে।
Happy to receive the 1st wedding card of 2 of my close friends,Rahul & Asin. Wishing you both happiness always pic.twitter.com/1ILe2TfK0F
— Akshay Kumar (@akshaykumar) January 10, 2016
হাইপ্রোফাইল এই বিয়ের আসর বসবে আগামী বুধবার দিল্লিতে। হিন্দু ও ক্যাথলিক রীতি মেনে বিয়ে হবে। আগামী ২৩ জানুয়ারি বিয়ের গ্র্যান্ড রিসেপশন হবে মুম্বইতে। রিসেপশনের এই চোখধাঁধানো অনুষ্ঠানে উপস্থিতির থাকবেন দেশের বেশ বহু সেলেব্রিটি।
৬ কোটির হীরের আংটি নিয়ে গত বছর সেপ্টেম্বর মাসে রাহুল প্রোপোজ করেছিলেন আসিনকে। বেলজিয়াম থেকে রাহুল সেই হীরে আনিয়েছিলেন । ডিজাইন করিয়েছিলেন তাঁরই এক বন্ধুকে দিয়ে।