Home> বিনোদন
Advertisement

সপ্তাহও কাটেনি অক্ষয়-ভূমি'র 'টয়লেট' ১০০ কোটি ছুঁই ছুঁই

সপ্তাহও কাটেনি অক্ষয়-ভূমি'র 'টয়লেট' ১০০ কোটি ছুঁই ছুঁই

ওয়েব ডেস্ক: প্রত্যাশা মতই বক্স অফিসে দাপট দেখাল অক্ষয় কুমার আর ভূমি অভিনীত ছবি 'টয়লেট-এক প্রেমকথা'। গত শুক্রবার বার রিলিজ করার পর এই পর্যন্ত দেশেই ৮০ কোটির ওপরে ব্যবসা করে ফেলেছে শ্রী নারায়ণ সিং পরিচালিত ছবি 'টয়লেট-এক প্রেম -কথা'। বিদেশে এখনও পর্যন্ত ১৫ কোটির ব্যবসা করেছে এই বলিউড ছবি। অর্থাৎ এখনই এই ছবির ব্যবসা ৯৫ কোটিতে। 'টয়লেট-এক প্রেমকথা' ছবির ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়া যে এখন কেবল সময়ের অপেক্ষা সে বিষয়েও কোনও সন্দেহ নেই।  


রিলিজের প্রথম দিনেই ১৩.২ কোটি টাকার ব্যবসা দিয়ে নিজের সফর শুরু করে অক্ষয় কুমার আর ভূমি অভিনীত ছবি 'টয়লেট-এক প্রেমকথা'। শনিবার ১৭.১০ কোটি, রবিবার ২১.২৫ কোটি, প্রথম তিন দিনেই ৫০ কোটির ওপরে ব্যবসা করেছে এই ছবি। ছবির কুশীলবদের আশা এই সপ্তাহের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকবে  'টয়লেট-এক প্রেম -কথা'। উল্লেখ্য, ছবির সাফল্যে উচ্ছ্বসিত অক্ষয় পত্নী টুইঙ্কেলও। 'বক্স অফিসের জন্য টয়লেটের (অক্ষয় কুমার আর ভূমি অভিনীত ছবি 'টয়লেট-এক প্রেমকথা') দরকার ছিল', টুইট টুইঙ্কেলের।  

 

 

 

 

Read More