নিজস্ব প্রতিবেদন : ফের মৃত্যু বলিউডে। চলে গেলেন অক্ষয় কুমারের সিনেমা খিলাড়ির জনপ্রিয় গান ওয়াদা রাহা সনম-এর গীতিকার আনওয়ার সাগর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০। তবে আনওয়ার সাগরের মৃত্যু কারণ জানা যায়নি এখনও পর্যন্ত।
রিপোর্টে প্রকাশ, বুধবার বিকেলে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয় আনওয়ার সাগরকে। হাসপাতালে ভর্তির পরপরই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়। খিলাড়ির পাশাপাশি ইয়ারানা, বিজয়পথ-সহ একাধিক জনপ্রিয় ছবির বেশ কিছু গানের গীতিকার ছিলেন আনওয়ার সাগর।
৮ এবং ৯-এর দশকে একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেন আনওয়ার সাগর। জনপ্রিয় সঙ্গীত পরিচালক জুটি নাদিম-শ্রবণের সঙ্গে বেশ কিচু কাজ করেছেন আনওয়ার সাগর। তবে রাজেশ রোশন, যতীন-ললিত, অনু মালিকদের সঙ্গেও কাজ করেন আনওয়ার সাগর। ওয়াজিদ খানের মৃত্য়ুর পর ২ দিন কাটটে না কাটতেই আনওয়ার সাগরের মৃত্যুতে ফের বলিউডে যেন শোকের ছায়া নেমে আসে।
এদিকে গত ৩১ মে মৃত্যু হয় বলিউডের তরুণ কাস্টিং ডিরেক্টর কৃষ কাপুরের।