Home> বিনোদন
Advertisement

গণধর্ষণের হুমকি চাঙ্কি পান্ডের ভাইজিকে! অনন্যা পান্ডের বোনের পোস্টে শোরগোল

নিজের ইনস্টাগ্রামেই শেয়ার করেন আলানা 

গণধর্ষণের হুমকি চাঙ্কি পান্ডের ভাইজিকে! অনন্যা পান্ডের বোনের পোস্টে শোরগোল

নিজস্ব প্রতিবেদন : বিকিনি পরা ছবি শেয়ার করেছিলেন। তার জেরেই ধর্ষণের হুমকি দেওয়া হল চাঙ্কি পান্ডের ভাইজিকে অর্থাত অনন্যা পান্ডের তুতো বোন আলানা পান্ডেকে।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন আলানা। সেখান তিনি জানান, গত মাসে এক মহিলা তাঁকে কার্যত হুমকি দেন। তাঁর বিকিনি ছবি দেখে ওই মহিলা দেখেন, আলানা যে পোশাক পরেছেন, তাতে তাঁর গণধর্ষণ হওয়া উচিত। নিজের সম্পর্কে আচমকা ওই ধরনের মন্তব্য শুনে কার্যত চুপ হয়ে যান আলানা। এমনকী, ওই স্টেটাসে তাঁর বাবা, মাকেও ট্যাগ করা হয়। এরপর আলানা সঙ্গে সঙ্গে ওই মহিলার কমেন্ট ডিলিট করে দেন। শুধু তাই নয়, তাঁকে ব্লকও করে দেন আলানা।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

তবে এই প্রথম নয়, এ আগে বেশ কয়েকবার কিংবা এখনও পর্যন্ত বিভিন্ন ধরনের কুকথা বলা হয় তাঁকে। ইনস্টাগ্রামে তাঁর ছবি দেখে কখনও অপমান করা হয় তাঁকে আবার কখনও কটূক্তি করা হয়। যা দেখে এখন চোখ অভ্যস্ত হয়ে গিয়েছে বলেও জানান বছর ২৪-এ এই মডেল।

Read More