Home> বিনোদন
Advertisement

আলিয়া একটা 'গুন্ডি', মেয়েকে নিয়ে কেন এমন বললেন বাবা মহেশ ভাট?

 সফিনা অর্থাৎ আলিয়াকে তাঁর র‌্যাপ গায়ক প্রেমিককে বলতে শোনা যাচ্ছে, ''কোয়ি মেরে বয়ফ্রেন্ডকে সাত গুলু গুলু করেগি তো ধোপটুঙ্গি না উসকো।''

আলিয়া একটা 'গুন্ডি', মেয়েকে নিয়ে কেন এমন বললেন বাবা মহেশ ভাট?

নিজস্ব প্রতিবেদন: 'সফিনা তুমহে কুকিং আতি হ্যায়?' উত্তরে সফিনা রূপী আলিয়াকে বলতে শোনা যাচ্ছে, ''নেহি লেকিন আগর সবকুছ সহি রহা একদিন ম্যায় আপকি লিভার ট্রান্সপ্ল্যান্ট কর সকতি হুঁ।'' অর্থাৎ রান্না করতে পারো কিনা তার উত্তরে আলিয়া বলছেন, সবকিছু ঠিক থাকলে আমি আপনার লিভার প্রতিস্থাপন করতে পারি। এমন উত্তর শুনে প্রশ্নকর্তা ঘাবড়ে যাবেন সেটাই স্বাভাবিক নয় কি? সফিনাকেও যিনি প্রশ্ন করেছিলেন তাঁরও এমন হালই হয়েছিল। বৃহস্পতিবার মুক্তি পাওয় 'গলি বয়'-এর ট্রেলারে এমনই 'টম বয়' চরিত্রে দেখা গেছে আলিয়াকে। যাকে কিনা পাতি বাংলায় বলে 'চোখে মুখে কথা বলা' মেয়ে। এখানেই শেষ নয়। সফিনা অর্থাৎ আলিয়াকে তাঁর র‌্যাপ গায়ক প্রেমিককে বলতে শোনা যাচ্ছে, ''কোয়ি মেরে বয়ফ্রেন্ডকে সাত গুলু গুলু করেগি তো ধোপটুঙ্গি না উসকো।'' প্রেমিকার মুখে এমন কথা তাঁর র‌্যাপ গায়ক প্রেমিক বলেন ''বহুত বড়ি গুন্ডি হ্যায় না তু?''

শুধু প্রেমিক রণবীর কেন, আলিয়াকে এভাবে দেখে যেকেউ তাঁকে 'গুন্ডি'ই বলবেন সেটাই স্বাভাবিক। এমনকি আলিয়ার বাবা খ্যাতনামা পরিচালক প্রযোজক মহেশ ভাটও মেয়েকে গুন্ডি বলেই অভিহিত করলেন। টুইট করে সেকথা লিখলেন তিনি।

ছবির ট্রেলারে আলিয়া এই ডায়ালগ ছবির আরও একজন নায়িকা কালকি কোয়েচলিনের উদ্দেশ্যে বলছেন কিনা তা অবশ্য বোঝা যায় নি। এখানেই শেষ নয়, ট্রেলরে রণবীরকে যখন আলিয়া প্রতিশ্রুতি দেন, আর তিনি এমনটা করবেন না। তখন রণবীর তাঁর কসম খেতে বলেন, উত্তরে আলিয়া বলেন মর জায়েগি তু। মানে আবারও আলিয়া অর্থাৎ সফিনা এমন কাজ করতেই পারেন, এবিষয়ে তাঁর নিজের উপরও বিশ্বাস নেই। পুরো ছবিটা ছুড়েই আলিয়া যে গুন্ডামি করেছেন তা আলিয়া নিজেও ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে স্বীকার করে নেন।প্রসঙ্গত 'গলি বয়' ছবিটি বিখ্যাত র‌্যাপ গায়ক ডিভাইন ও নেজির জীবনী অবলম্বনে তৈরি। তবে শুধু আলিয়াই নয়, ট্রেলরে রণবীরকে দেখেও মুগ্ধ সিনেমাপ্রেমী থেকে শুরু করে বলি তারকারা।

Read More