জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৭৭ লক্ষ টাকার প্রতারণা। গ্রেফতার বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের(Alia Bhatt) প্রাক্তন সহায়ক। ইতোমধ্যেই বেদিকা প্রকাশ শেঠিকে(Vedika Prakash Shetty) নামে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছ।
জানা গিয়েছে, ৩২ বছর বয়সী বেদিকা, আলিয়া ভাটের প্রোডাকশন হাউস ইটারনাল সানসাইন প্রোডাকশন প্রাইভেট লিমিটেড এবং অভিনেত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে মোট ৭৬.৯ লাখ টাকার আর্থিক প্রতারণা করার অভিযোগ ওঠে। পুলিস জানিয়েছে, বেদিকা এই ঘটনা ঘটনায় ২০২২-এর মে মাস থেকে ২০২৪ সালে আগস্ট পর্যন্ত। ষয়টি প্রকাশ্যে আসে যখন আলিয়ার মা, অভিনেত্রী ও পরিচালক সোনি রাজদান ২০২৪ সালের ২৩ জানুয়ারি জুহু থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপরই বিশ্বাসভঙ্গ ও প্রতারণার ধারায় মামলা রুজু করা হয় এবং পুলিস বেদিকা শেঠির খোঁজ শুরু করে।
আরও পড়ুন:Actress Death: দরজা খুলতেই ভয়ংকর তীব্র গন্ধ! ফ্ল্যাটের ভিতর উদ্ধার অভিনেত্রীর পচাগলা দে*হ...
কীভাবে প্রতারণা করে বেদিকা?
পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, বেদিকা ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়ার পার্সোনাল অ্যাসিসট্যান্ট হিসাবে কাজ করতেন। এই সময়ে বেদিকা অভিনেত্রীর আর্থিক কাগজপত্র, পেমেন্ট এবং তার দৈনন্দিন শিডিউল দেখাশোনা করতেন। তদন্তে জানা গিয়েছে, বেদিকা নকল বিল তৈরি করিয়ে আলিয়াকে দিয়ে সই করিয়ে জমা দিতেন। বং সেই টাকার একটা বড় অংশ আত্মসাৎ করতেন। তিনি আলিয়াকে বলতেন, এসব খরচ তার ভ্রমণ, মিটিং ও অন্যান্য ব্যবস্থার জন্য করা হয়েছে।
তদন্তে আরও উঠে এসেছে, বেদিকা এক সফটওয়্যার ব্যবহার করে এসব ভুয়ো বিল এমনভাবে তৈরি করত, যাতে কেউ ধরতে না পারে। আলিয়া ভাট ওইসব বিলে সই করার পর টাকা তার (বেদিকার) এক বন্ধুর অ্যাকাউন্টে পাঠানো হতো। পরে সেই বন্ধু আবার টাকা ফিরিয়ে দিতেন বেদিকা শেঠিকে।
বেদিকার গ্রেফতারি:
সোনি রাজদানের অভিযোগের পর বেদিকা পালিয়ে যায়। এবং নিজের জায়গা বদলাতে থাকে। প্রথমে তাকে রাজস্থানে খুঁজে পাওয়া যায়, পরে কর্ণাটক, এরপর পুনে ও শেষ পর্যন্ত বেঙ্গালুরুতে পাওয়া যায়। বেঙ্গালুরু থেকে জুহু পুলিস তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এবং ট্রানজিট রিমান্ডে তাকে মুম্বই নিয়ে আসা হয়। তদন্ত এখনও চলছে এবং পুলিসের মতে এটি একটি পরিকল্পিত প্রতারণা।
আরও পড়ুন:Dilip Ghosh: শমীকের হাত ধরেই ফের চাঙ্গা হবেন দাবাং দিলীপ? দিল্লি ডাকে বড় আপডেট...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)