Home> বিনোদন
Advertisement

পরিচালক স্বামী মহেশ ভাটের সঙ্গে মিলে রান্না করছেন সোনি, মা-বাবার কাণ্ডে অবাক আলিয়া

শুধু নিজে রান্না করাই নয়, পরিচালক স্বামী মহেশ ভাট-কেও তিনি রান্না করা শেখাচ্ছেন।

পরিচালক স্বামী মহেশ ভাটের সঙ্গে মিলে রান্না করছেন সোনি, মা-বাবার কাণ্ডে অবাক আলিয়া

নিজস্ব প্রতিবেদন: লকডাউনে গৃহবন্দি। এই পরিস্থিতিতে নিজের রাতের খাবার নিজেই বানাচ্ছেন অভিনেত্রী তথা আলিয়া ভাটের মা সোনি রাজদান। শুধু নিজে রান্না করাই নয়, পরিচালক স্বামী মহেশ ভাট-কেও তিনি রান্না করা শেখাচ্ছেন।

সম্প্রতি, নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোনি রাজদান। যেখানে তাঁকে মহেশ ভাটের সঙ্গে মিলে রান্না করতে দেখা গিয়েছে। যার ক্যাপশানে সোনি রাজদান লিখেছেন, ''রান্নার ক্লাস ভালোই চলছে। আমরা তো ভাবতেই পারি না, যে আমরা আদপে রান্না করতে পারি। কিছু লোকজন এটাকে নিয়ে টিকটক বানাতে চাইছিল। আমি এক্কেবারে নিষেধ করে দিয়েছি।''

আরও পড়ুন-লকডাউনের প্রথমে কৌশানির বাড়িতে আটকে ছিলাম, ও অনেককিছু রান্না করে খাইয়েছে : বনি

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

মা সোনি রাজদানের পোস্ট করা এই রান্নার ভিডিয়ো দেখে হতবাক আলিয়া ভাট। তাঁকেও ভিডিয়োর নিচে কমেন্ট করতে দেখা গিয়েছে।

fallbacks

সোনি রাজদান অবশ্য লকডাউনেক এই সময়টাতে বেশ কয়েকটা রান্নার ভিডিয়ো পোস্ট করেছেন। যদিও তাঁর বক্তব্য তিনি বিশেষ রান্না করতে পারেন না।

আরও পড়ুন-পরিস্থিতি স্বাভাবিক হলে রেস্তোরাঁ খুলতে চাই : কৌশানি

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Check out today’s story for the longer version !

A post shared by Soni Razdan (@sonirazdan) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

এদিকে লকডাউনের কারণে বাবা-মায়ের কাছে আসতে পারছেন না আলিয়া ভাট ও শাহিন ভাট। আলিয়া ও শাহিন দুজনে আলিয়ার কেনা নতুন বাড়িতে থাকেন। আর মহেশ ভাট, সোনি রাজদান থাকেন তাঁদের পুরনো আস্তানায়। তবে আলিয়া ও শাহিন সাধরণত দুই বাড়িতে যাতায়াত করে থাকেন। তবে লকডাউনের কারণে সেটা আর আপাতত হচ্ছে না।

আরও পড়ুন-করোনা যুদ্ধে সামিল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ১ হাজার PPE কিট বিদ্যার

Read More