Home> বিনোদন
Advertisement

বাড়িতে বসে কী করেন ননদ-বৌদি? শ্বেতা ও ঐশ্বর্যকে নিয়ে মুখ খুললেন অমিতাভ

, এক সাক্ষাৎকারে এমনই স্বাকীরোক্তি বলিউডের শাহেনশার।

বাড়িতে বসে কী করেন ননদ-বৌদি? শ্বেতা ও ঐশ্বর্যকে নিয়ে মুখ খুললেন অমিতাভ

নিজস্ব প্রতিবেদন: অমিতাভ বচ্চনের 'কৌন বনেগা ক্রোড়পতি' শোটির জনপ্রিয়তার কথা আর নতুন করে না বললেও চলে। টানা ১৯ বছর ধরে কৌন বনেগা ক্রোড়পতি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। বিগ বি-র সঞ্চলনায় টিভির পর্দায় যেমন কৌন বনেগা ক্রোড়পতি জমে ওঠে, তেমনই KBC জমে ওঠে বিগ বি-র নিজের বাড়িতেও। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এমনই স্বাকীরোক্তি বলিউডের শাহেনশার।

অমিতাভ বচ্চনের কথায়, '' আমার পরিবারের সদস্যরাও KBC খেলতে ভীষণই পছন্দ করেন। মাঝে মধ্যেই শ্বেতা ও ঐশ্বর্য একসঙ্গে বসে KBC- প্রশ্নোত্তর পর্বের খেলায় সামিল হয়। এখন আবার আরাধ্যাও এই KBC দেখা শুরু করেছে। অনেক সময় ও আমায় প্রশ্ন করতে থাকে, আবার কখনও নিজেই উত্তর দেয়। মাঝে মধ্যেই আমরা পুরো পরিবার একসঙ্গে বসে KBC- খেলতে বসি। ''

আরও পড়ুন-অসুস্থ বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

fallbacks

অমিতাভ বচ্চন আরও বলেন, ''জয়াও নিয়মিত ভাবে KBC দেখে, তা সে ওর যতই কাজ থাক না কেন শো শুরু হলে ও টিভির সামনে এসে বসে। আমি প্রকাশ্যেই জয়াকে এর জন্য ধন্যবাদ জানাতে চাই।''

আরও পড়ুন-ছবি মুক্তির আগেই ৪০০জন কলাকুশলীকে সোনার আংটি উপহার অভিনেতার

fallbacks

KBC-তে তাঁর পরিবারের সদস্যরা কেন যোগ দেন না? এপ্রশ্নের উত্তরে বিগ বি বলেন, ''টিভি চ্যানেলের নিয়ম অনুসারে, আমার পরিবারের কোনও সদস্যই এই শোয়ে যোগ দিতে পারে না। আর আমি এই নিয়ম মানতে বাধ্য। ''

সুপারস্টার হয়ে কেন টিভি চ্যানেলের সঞ্চলনা এলেন এই প্রশ্নের উত্তর অমিতাভ বচ্চন বলেন, ''এটা যদিও ঘটনাচক্রেই ঘটেছে। সেসময় সকলেই বলেছিল আমায় এই শোয়ের সঞ্চলনা করা উচিত। সেসময় আমার পরিবারের সদস্যরাও মনে করেছিল এটা অন্যরকম একটা আইডিয়া। ''

আরও পড়ুন-নীল ছবিতে রোজগার ছিল বেশ কম, প্রকাশ্যে আনলেন প্রাক্তন পর্নস্টার মিয়া খালিফা

Read More