Home> বিনোদন
Advertisement

অমিতাভ বচ্চনের সরকার থ্রি-এর পোস্টার দেখেননি এখনও?

আপনি নিশ্চয়ই সরকার 'সিরিজের' দারুণ ভক্ত? প্রথমে সরকার। তারপর সরকার ২, দুটোই তাড়িয়ে উপভোগ করেছেন। আর অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে কবে সরকার থ্রি রিলিজ করবে? তাহলে আপনার জন্য সুখবর। সরকার থ্রি রিলিজ করতে এখনও বেশ কিছু দিন বাকি রয়েছে ঠিকই। কিন্তু সরকার থ্রি-র পোস্টার রিলিজ করল।

 অমিতাভ বচ্চনের সরকার থ্রি-এর পোস্টার দেখেননি এখনও?

ওয়েব ডেস্ক: আপনি নিশ্চয়ই সরকার 'সিরিজের' দারুণ ভক্ত? প্রথমে সরকার। তারপর সরকার ২, দুটোই তাড়িয়ে উপভোগ করেছেন। আর অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে কবে সরকার থ্রি রিলিজ করবে? তাহলে আপনার জন্য সুখবর। সরকার থ্রি রিলিজ করতে এখনও বেশ কিছু দিন বাকি রয়েছে ঠিকই। কিন্তু সরকার থ্রি-র পোস্টার রিলিজ করল।

আরও পড়ুন করিনা কাপুর ছেলে তৈমুরের ডাক নাম কী রেখেছেন জানেন?

সরকার থ্রি-তেও রয়েছেন একঝাঁক তারকা। বিগ বি অমিতাভ বচ্চন তো রয়েছেনই। তাঁর সঙ্গে রয়েছেন মনোজ বাজেপেয়ী, জ্যাকি শ্রফ, ইয়ামি গৌতম এবং অমিত সাধের মতো তারকারা। রামগোপাল ভার্মার সরকার রিলিজ করার কথা রয়েছে আগামী ৭ এপ্রিল। তার আগে সিনেমার পোস্টারটি দেখে নিন। আর আন্দাজ করতে থাকুন যে, সরকার থ্রি-কি আগের দুই সরকার সিরিজের থেকেও ভালো হবে নাকি।

fallbacks

আরও পড়ুন  দেব প্যাটেল পারলেন না, প্রথম মুসলিম অভিনেতা হিসেবে অস্কার জিতলেন আলি

Read More