Home> বিনোদন
Advertisement

কলকাতায় পিকুর শুটিং চলাকালীন অসুস্থ অমিতাভ

কলকাতায় পিকুর শুটিং চলাকালীন অসুস্থ অমিতাভ

কলকাতায় এসে শুটিংয়ের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন অমিতাভ বচ্চন। হঠাত্‍ই কিছুক্ষণের জন্য সংজ্ঞা হারান অমিতাভ। চিকিত্‍সকরা জানিয়েছেন, ভ্যাসোভেগাল সিনকপ সিনড্রোমে আক্রান্ত হয়েছেন তিনি।

জানা গিয়েছে বহুক্ষণ না খাওয়া, কম জল খাওয়া ও একটানা পরিশ্রমের কারণে এই রোগে আক্রান্ত হয় মানুষ। সুজিত সরকার পরিচালিত পিকু ছবির শুটিংয়ের জন্য গতকাল কলকাতায় আসেন বিগ বি। রবিবার প্রায় সারাদিন রোদের মধ্যেই কলকাতার রাস্তায় সাইকেল চালিয়ে শুটিং করেন বাহাত্তর বছর বয়সী অভিনেতা। সোমবার ছিল শুটিং। টানা পরিশ্রমেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন চিকিত্‍সকরা।

শুটিংয়ের প্রয়োজনে আপাতত আগামী কয়েকদিন কলকাতাতেই থাকার কথা অমিতাভের।

Read More