Home> বিনোদন
Advertisement

Amitabh Bachchan : অমিতাভের বাড়ির নিরাপত্তা বলয় টপকে ঢুকে পড়ল এক ছোট্ট অনুরাগী, তারপর...

এক ছোট্ট অনুরাগী নিরাপত্তা বেষ্টনী ভেদ করে অমিতাভ বচ্চনের বাড়ির ভিতরে ঢুকে পড়েন। অভিনেতার বাউন্সাররা তাঁকে আটকানোর চেষ্টা করছেন। তবে পারেননি। সব বাধা পার করে বিগ বি-র হাতে তিনি তুলে দিয়েছেন নিজের হাতে আঁকা ছবি, আর বাবার লেখা চিঠি। অমিতাভ বচ্চনের কথায়, শুভাকাঙ্খীদের অনুভূতি আবেগ এমনই যেটা আমায় আনন্দে আরও বেশি করে পুলকিত করে তোলে। যখন একা থাকি ভাবি, এগুলো কী এবং কেন!'

Amitabh Bachchan : অমিতাভের বাড়ির নিরাপত্তা বলয় টপকে ঢুকে পড়ল এক ছোট্ট অনুরাগী, তারপর...

Amitabh Bachchan, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো :  প্রতি রবিবারের মতোই আরও একটা রবিবার। এই রবিবারও 'জলসা'র সামনে উপচে পড়েছিল ভিড়। তাঁকে দেখে অনুরাগীদের উচ্ছ্বাসের কথা, আপ্লুত হয়ে নিজের ব্লগে শেয়ার করে নিজের নানান অনুভূতি। সঙ্গে পোস্ট করেছিলেন বেশকিছু ছবি। যেখানে তিনি এক অনুরাগীর ছবি পোস্ট করে বিগ বি লিখেছেন, কীভাবে ছোট্ট সেই ছেলেটি তাঁর পা ছুঁতে দৌড়ে এসেছিল এবং আবেগে কেঁদে ফেলেছিল।

তবে শুধু অমিতাভ বচ্চনের পা ছুঁতে দৌড়ে আসাই নয়, শাহেনশা জানিয়েছেন, ওই ছোট্ট অনুরাগী নিরাপত্তা বেষ্টনী ভেঙে তাঁর কাছে চলে এসেছিল। সোমবার নিজের ব্লগে লেখেন, 'এই ছোট্ট ছেলেটি মাত্র ৪ বছর বয়সে ইন্দোর থেকে চলে এসেছিল, আমার 'ডন' ছবিটি দেখেছিল। আর ও এখনও আমার অভিনয়, ডায়ালগে আটকে আছে। বহুদিনের ইচ্ছা পূরণ করতে ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তারপর ও চোখে জল নিয়ে এসে আমার পায়ে নিজেকে সঁপে দিয়েছিল। যদিও পা ছোঁয়াটা আমার একেবারেই পছন্দ হয়নি।'

আরও পড়ুন-শাহরুখের বাড়ি সাজল নতুন অলংকারে, 'মন্নত'-এ হিরের নেমপ্লেট

অমিতাভ বচ্চন নিজের ব্লগে যে ছবিগুলি শেয়ার করেছেন, সেগুলিতে দেখা যাচ্ছে, ওই ছোট্ট অনুরাগী নিরাপত্তা বেষ্টনী ভেদ করে অমিতাভ বচ্চনের বাড়ির ভিতরে ঢুকে পড়েছেন। অভিনেতার বাউন্সাররা তাঁকে আটকানোর চেষ্টা করছেন। আরও দুটি ছবির একটিতে দেখা যাচ্ছে চোখে জল নিয়ে বিগ বি-র পা ছোঁয়ার চেষ্টা করছেন। অপরটিতে অমিতাভ বচ্চনের হাতে নিজের আঁকা ছবি তুলে দিতে দেখা যাচ্ছে ওই অনুরাগীকে।

fallbacks  

আরও পড়ুন-আইবুড়োভাত থেকে মেহেন্দি, বন্ধুর বিয়েতে বর্ধমানে শুভশ্রী

অমিতাভ বচ্চন আরও লিখেছেন, 'ও যেহেতু নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়েছিল, তাই ওকে সান্ত্বনা দিলাম, ও আমার হাতে নিজের আঁকা একটা ছবি আর ওর বাবার লেখা একটি চিঠি তুলে দিল। শুভাকাঙ্খীদের অনুভূতি আবেগ এমনই যেটা আমায় আনন্দে আরও বেশি করে পুলকিত করে তোলে। যখন একা থাকি ভাবি, এগুলো কী এবং কেন!'

 প্রতি রবিবারই মুম্বইয়ে নিজের বাড়িতে অনুরাগীদের সঙ্গে দেখা করেন অমিতাভ বচ্চন। এই রবিবারও তেমনটাই ঘটেছিল। সম্প্রতি মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন অভিনীত 'উঁচাই' ছবিটি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More