Home> বিনোদন
Advertisement

মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে নিয়ে গুঞ্জন, কার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অনন্ত...

অনন্ত আম্বানির ইনস্টাগ্রাম একাউন্ট থেকে যখন রাধিকা মার্চেন্টের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হয়, তখন যেন আগুনে আরও বেশি করে ঘৃতাহুতি পড়ে। কিন্তু, সত্যিই কি অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের বিয়ে হচ্ছে?

মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে নিয়ে গুঞ্জন, কার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অনন্ত...

নিজস্ব প্রতিবেদন : আকাশ আম্বানি, ইশা আম্বানির বাগদান পর্ব সম্পূর্ণ। এবার কি পালা মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির? সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে এমনই জল্পনা। এমনকী, অনন্ত আম্বানির ইনস্টাগ্রাম একাউন্ট থেকে যখন রাধিকা মার্চেন্টের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হয়, তখন যেন আগুনে আরও বেশি করে ঘৃতাহুতি পড়ে। কিন্তু, সত্যিই কি অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের বিয়ে হচ্ছে?

আরও পড়ুন : মাধুরীর জন্মদিনে সেরা ১২, দেখে নিন 

সোশ্যাল মিডিয়া জুড়ে যখন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের ছবি এবং তাঁদের বাগদান পর্বের খবর ভাইরাল হচ্ছে, তখন মুখ খোলা হয় রিলায়েন্সের তরফে। একটি সংবাদমাধ্যমের সাক্ষাত্কারে রিলায়েন্সের মুখপাত্রের তরফে জানানো হয়েছে, অনন্ত আম্বানির সঙ্গে এখনও পর্যন্ত কারও বাগদান হয়নি। অর্থাত আম্বানি ছোট পুত্রের বাগদান এবং বিয়ে নিয়ে যে খবর ছড়িয়েছে, তা ভিত্তিহীন বলেই জানানো হয়েছে। তবে অনন্ত আম্বানির ভাল বন্ধু হিসেবেই পরিচিত রাধিকা। আম্বানিদের সঙ্গে তাঁকে সিদ্ধি বিনায়ক মন্দিরেও যেমন দেখা গিয়েছে, তেমনি ইশা এবং আম্বানিদের ভাবি পুত্রবধূ শ্লোক মেহতার সঙ্গে নাচতেও দেখা গিয়েছে রাধিকাকে।

দেখুন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সেই ছবি এবং ভিডিও..

 

 

fallbacks

সম্প্রতি অজয় পিরমল পুত্র আনন্দ পিরামলের সঙ্গে বাগদান পর্ব সারেন মুকেশ-নিতা কন্যা ইশা। ডিসেম্বরেই আনন্দ এবং ইশা গাঁটছড়া বাঁধবেন বলে জানা যাচ্ছে। এদিকে মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানির সঙ্গে আংটি বদল করে রিলায়েন্স গ্রুপের বউমা হতে চলেছেন শ্লোক মেহতা। আকাশ এবং শ্লোকের বিয়েও চলতি বছরের ডিসেম্বরে হবে বলেই শোনা যাচ্ছে।  

Read More