Home> বিনোদন
Advertisement

Anupam Roy : কল্পনা নাকি বাস্তব! অনুপমের 'দারুণ' সঙ্গী সৌরসেনী

 মিউজিক ভিডিয়োতে অনুপম রায়ের সঙ্গে প্রথমবার দেখা যাচ্ছে সৌরসেনী মৈত্রকে। 

Anupam Roy : কল্পনা নাকি বাস্তব! অনুপমের 'দারুণ' সঙ্গী সৌরসেনী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : 'যা ছোঁয়া যায় না, যা পাওয়া যায় না, তা তো দারুণ'। মুক্তি পেয়েছে অনুপম রায় (Anupam Roy)-এর নতুন মিউজিক ভিডিয়ো 'দারুণ'। সারেগামাপা-র সঙ্গে মিলে অনুপম রায় তাঁর দ্বিতীয় বাংলা গান প্রকাশ করলেন। এই মিউজিক ভিডিয়োতে অনুপম রায়ের সঙ্গে প্রথমবার দেখা যাচ্ছে সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra)কে। 

কবি এবং তাঁর কল্পনাকে বিষয়কে তৈরি হয়েছে অনুপমের এই মিউজিক ভিডিয়ো। গানটি গীতিকার ও সুরকার অনুপম রায় নিজেই। মিউজিক ভিডিয়োটির পরিচালক রোহন বসু। মিউজিক ভিডিয়োর দৃশ্যায়নে দেখা গেছে অনুপম রায় এবং সৌরসেনী মৈত্রকে। এপ্রসঙ্গে অনুপম রায় বলেন, 'দারুণ এমন একটি গান যা একজন কবি এবং সংগীতের মধ্যে সম্পর্কের কথা বলে। এটি মূলত কবির কল্পনা, যা তাঁর মিউজিককে বিশেষ করে তোলে। তবে একটা ধারা আছে। কবি মনে করেন, কল্পনার সঙ্গে বাস্তবতাকে গুলিয়ে ফেলা উচিত নয়।'' 

fallbacks

আরও পড়ুন-জাহ্নবী কাপুরের প্রেমিকের সঙ্গে স্পেনে ছুটি কাটাচ্ছেন কাজল কন্যা নাইসা!

সৌরসেনী মৈত্রের কথায়, "অনুপম রায় এবং সারেগামার সঙ্গে এটি আমার প্রথম কাজ। এই মিউজিক ভিডিয়োতে কাজের অভিজ্ঞতা সত্যিই দারুণ। অনুপমদা সবসময় আমাদের বিভিন্ন ধরনের গান উপহার দিয়েছেন, কিন্তু দারুণ তার থেকে একটু আলাদা। আশা করছি, শ্রোতারা গানটি পছন্দ করবেন। গান এবং ভিডিয়ো উভয়ের, দুটির জন্যই দর্শকদের মতামতের অপেক্ষায় রয়েছি। এছাড়া, এই প্রথম অনুপমদাকে পর্দায় দেখা যাবে। আমি বলতে পারি, উনি অবশ্যই নায়কদের দৌড়ে থাকবেন।'' 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More