জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই অনুষ্ঠিত হয় ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শাহরুখ থেকে শুরু করে রানি মুখোপাধ্যায় সেরা অভিনেতা-অভিনেত্রী। বলিউডে যখন উত্সবের মরশুম, সেই আবহেই বড় দাবি করে বসলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুপালী গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন:Wife killed husband: স্বামী নিখোঁজ, থানায় অভিযোগ স্ত্রীর! ছেলের বয়ানেই গল্পই ঘুরে গেল...
সম্প্রতি রুপালী মুম্বইয়ে এক ইভেন্টে যান। সেখানে তিনি টেলিভিশনের অভিনেতা-অভিনেত্রীদের জন্য জাতীয় পুরস্কারের দাবি জানান। পাপারাত্জিদের সঙ্গে কথা বলার সময় রূপালি বলেন, 'সিনেমার তারকা থেকে কনটেন্ট ক্রিয়েটর-সবাইয়ের জন্য জাতীয় পুরস্কার আছে। কিন্তু টিভির শিল্পীদের জন্য কিছুই নেই। COVID-19 মহামারির সময়েও, অন্যরা তাদের শুটিং পিছিয়ে দিতে পেরেছিল, কিন্তু আমরা কাজ বন্ধ করিনি। যখন কোনো সিনেমার তারকা নিয়মিত কাজ করেন, তখন সেটা বড় খবর হয়। কিন্তু কেউ বলে না যে আমরা, টিভি শিল্পীরা, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা কাজ করেছি সেই সময়েও। আমি সরকারের কাছে অনুরোধ করছি, আমাদেরও বিবেচনা করুন। আমরা খুব পরিশ্রম করি; স্বীকৃতি পেলে ভালো লাগবে।'
রুপালী টেলি জগতের অন্যতম উচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। এমনকী নেটপাড়ার একাংশ তাঁকে স্মৃতি ইরানির সঙ্গে তুলনা করেছিল। তবে স্মৃতি ইরানির সঙ্গে বিরোধের গুজব উড়িয়ে দিয়ে রূপালিএক পাপারাত্জিকে বলেন, 'স্মৃতি ইরানি কিউকি সাস ভি কভি বহু থি-এর নতুন সংস্করণ দিয়ে আবার টিভিতে ফিরেছেন, আর সেটা আমার সিরিয়ালের মতো একই চ্যানেলে দেখানো হচ্ছে। আমি খুব গর্বিত যে স্মৃতিজি আবার টিভিতে ফিরেছেন, এটা অনেক বড় স্বীকৃতি। তাঁর ফিরে আসা অনেক কিছু বদলে দেবে এবং আবারও মানুষের দৃষ্টি টেলিভিশনের দিকে ফিরিয়ে আনবে।'
রুপালীর 'অনুপমা' জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'শ্রীময়ী'-র অফিসিয়াল হিন্দি রিমেক, যেখানে মূল চরিত্রে ছিলেন ইন্দ্রাণী হালদার। হিন্দি সংস্করণটি প্রযোজক রাজন শাহী তৈরি করেছেন।
উল্লেখ্য, ১ আগস্ট, ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ঘোষণা করেছে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২৩ সালের ভারতীয় চলচ্চিত্রের সেরা কাজগুলোকে সম্মান জানাতে এই পুরস্কার দেওয়া হয়। করোনার কারণে এক বছর পিছিয়ে যায় জাতীয় পুরস্কার। সেই কারণেই এ বছরের তালিকায় ছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা।