জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কানওয়ার যাত্রায় (Kanwar Yatra) অশ্লীল নাচ। ভিডিয়ো ভাইরাল হতেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেন প্রবীণ সংগীতশিল্পী অনুরাধা পৌডওয়াল (Anuradha Paudwal)। বলিউডে রোমান্টিক গানে ডেবিউ করলেও বর্তমানে ধর্মীয় ও ভক্তিমূলক গানের জন্য পরিচিত তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। এক ভাইরাল ভিডিওর কমেন্টে তিনি লেখেন, "এই বাজে জিনিস বন্ধ করুন প্লিজ"।
উত্তর প্রদেশের বস্তি জেলা থেকে আসা কিছু কানওয়ারিয়া অযোধ্যা থেকে গঙ্গাজল নিয়ে ফেরার সময় একটি ট্রাকের উপরে উচ্চস্বরে ডিজে বাজিয়ে অশ্লীল নাচ নাচছেন—এই দৃশ্যই ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, কিছু নারী চলন্ত ট্রাকে উঠে 'অশ্লীল' নাচ নাচছেন, আর ভক্তরাও উদ্দীপনায় নাচছে।
আরও পড়ুন- Mimi Chakraborty: নীল দিগন্তে মিমির আগুন লাগল! বালি, বিকিনি আর রক্তবীজ...
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজের একাংশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ এক্স হ্যান্ডেলে লেখেন— “এটাই কি যোগীজির ভক্তদের আসল রূপ? ভোলেশঙ্কর কি কখনও এমন মঞ্চ বসিয়েছিলেন নিজের দরবারে?”কেউ আবার লেখেন, “ধর্মের নামে নির্লজ্জ নাটক চলছে। নিরীহ যুবসমাজকে নেশাগ্রস্ত ও উশৃঙ্খল বানিয়ে, অপরাধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর পেছনে কিছু ছোটোখাটো ধর্মীয় ও রাজনৈতিক গোষ্ঠীর হাত আছে, যারা এর মাধ্যমে নিজেদের লাভ তুলছে।”
ये है कावड़ का असली रूप फुल मस्ती , योगी जी के श्रद्धालु ,,क्या भोले शंकर ऐसे ही रंग मंच सजाए होते थे दरबार में ? क्या ये डांस बालाएं शंकर जी के दरबार से आई है ,,,? pic.twitter.com/BO4BpgYaHH
— TANVIR RANGREZZ (@virjust18) July 21, 2025
তবে অন্যদিকে একাংশ এই নাচ ও আনন্দের প্রকাশকে ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশ বলেই ব্যাখ্যা করছেন। একজন মন্তব্য করেছেন, “দারুণ হচ্ছে! যারা কানওয়ার নিয়ে যাচ্ছে, তাদের কি আনন্দ করার অধিকার নেই? এটা হিন্দুরাষ্ট্র, এঁরা তো সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যারা পছন্দ করছে না, তারাই সনাতন বিরোধী।”বর্ষীয়ান গায়িকা অনুরাধা পৗদ্বালের সরব প্রতিবাদ নতুন করে প্রশ্ন তুলেছেন, ধর্মীয় অনুষ্ঠান কি ক্রমেই বাণিজ্যিক বিনোদনের মাধ্যমে অপবিত্র হয়ে উঠছে? এ নিয়ে সমাজে বিতর্কের শেষ নেই।
I am a Hindu. But I do not support this modern style Kanwar Yatra.
— Ritikaa (@ritikuuuu) July 16, 2025
Many kanwariyas openly consume alcohol, dance on loud DJ music, block national highways, and show complete disregard for traffic rules. Normal commuters -including ambulances, patients, elderly people, and… pic.twitter.com/YXgYYxvfZZ
কানওয়ার যাত্রা কী?
কানওয়ার যাত্রা হল এক বার্ষিক হিন্দু তীর্থযাত্রা, যেখানে ভগবান শিবের ভক্তরা (কানওয়ারিয়া) পদব্রজে গিয়ে গঙ্গা নদী থেকে পবিত্র জল সংগ্রহ করেন—যেমন হারিদ্বার, গৌমুখ বা সুলতানগঞ্জ থেকে। এই জল তাঁরা বাঁশের ওপর ঝুলন্ত সজ্জিত ‘কানওয়ার’-এ বহন করে শিবমন্দিরে অর্পণ করেন, বিশেষত শিবরাত্রি বা শ্রাবণ মাসে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)