Anushka Sharma, দেবব্রত ঘোষ: বৃহস্পতিবার সকাল থেকে আন্দুল রাজবাড়ি চত্বরে বাড়ছিল জনসাধারণের ভিড়। মুখে মুখে ছড়িয়ে পড়েছিল খবর যে এই মাঠেই শ্যুট করবেন অনুষ্কা শর্মা। নায়িকার এক ঝলক দেখতে কার্যতই বাড়ছিল উৎসাহের পারদ। অবশেষে এলাকার মানুষের সেই আশ মিটল। বৃহস্পতিবার আন্দুল স্টেশনসহ রাজবাড়ীর মাঠে শ্যুটিং করলেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী অনুষ্কা শর্মা। প্রথমে আন্দুল স্টেশনে ও পরে অভিনেত্রী বেশ কিছুক্ষণ সিনেমার শ্যুটিং করেন আন্দুল রাজবাড়ির মাঠে।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
ব্যাট হাতে আন্দুল রাজবাড়ি মাঠে ক্রিকেট খেলতে দেখা যায় অনুষ্কাকে। তাঁকে দেখতেই আন্দুল এলাকার বহু সংখ্যক মানুষ ভিড় জমান সেখানে। পুলিস প্রশাসনের তরফ থেকে করা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্কা শর্মাকে এক ঝলক দেখার জন্য আন্দুল রাজবাড়ী মাঠের ধারে ও বিভিন্ন বাড়ির ছাদে বহু মানুষকে দেখা যায়। বেশ কয়েকদিন ধরেই কলকাতায় আছেন অনুষ্কা। অস্ট্রেলিয়ায় আইসিসি মেনস টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে পাড়ি দিয়েছেন বিরাট কোহলি। অন্যদিকে ছবির শ্যুটিং করতে হাতে ব্যাট-বল নিয়ে মাঠে নেমে পড়েছেন বিরাট পত্নী।
আরও পড়ুন-Sapan Sengupta Passes Away: পথ চলা শেষ স্বপন-জগমোহন জুটির, রইল তাঁদের কম্পোজ করা সেরা ৫ গান...
জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবনের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘চাকদা এক্সপ্রেস’, যা গল্প হলেও সত্যি। নদীয়ার চাকদা থেকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হয়ে ওঠার ঝুলনের এই জার্নি কার্যত অনুপ্রেরণার গল্প, যা একদিকে অবিশ্বাস্য তো অন্যদিকে বাস্তব। মহিলাদের একদিবসীয় ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক উইকেটের অধিকারী বাংলার মেয়ে ঝুলন গোস্বামী। ইচ্ছে থাকলে যে আকাশ ছোঁয়া যায়, ঘাত প্রতিঘাত জয় করে অপ্রতিরোধ্য হয়ে ওঠা যায়, নিজের জীবনে সেই রূপকথা লিখে ফেলেছেন ঝুলন। এবার সেই রূপকথাই পর্দায় তুলে ধরবেন অনুষ্কা শর্মা। সেই ছবিরই নামকরণ করা হয়েছে ‘চাকদা এক্সপ্রেস’। সোমবার রাতে সারাারাত ইডেনে হয়ে গেল ভারত পাকিস্তান ম্যাচের শ্যুটিং।
আরও পড়ুন-Kangana Vs Rukmini: কঙ্গনার সঙ্গে তুলনায় জর্জরিত, নটী বিনোদিনী নিয়ে মুখ খুললেন রুক্মিনী
২০১৮ সালে জিরোর পর দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত অনুষ্কা শর্মা। আপাতত তাঁর ফেরার অপেক্ষায় অনুরাগীরা। গত কয়েক বছরে পুরোদস্তুর পালটে গেছে অনুষ্কার জীবন। এখন তিনি একজন দায়িত্বশীল মা। মেয়ে ভামিকার সমস্ত দায় দায়িত্ব নিজে হাতেই পালন করেন অনুষ্কা। তাই ঘর সংসার সন্তান সামলে পর্দায় অনুষ্কার কামব্যাক নিয়ে এক্সপেকটেশন বাড়ছে ধীরে ধীরে। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে প্রসিত রায় পরিচালিত এই ছবি।