Home> বিনোদন
Advertisement

দুর্গাপুজোর ভাসানে মাকে কোলে তুলে নিয়ে জমিয়ে নাচলেন অপরাজিতা

দুর্গাপুজো থেকে লক্ষ্মী পুজো সব উৎসবই জমিয়ে উপভোগ করতে দেখা যায় অপরাজিতাকে।

দুর্গাপুজোর ভাসানে মাকে কোলে তুলে নিয়ে জমিয়ে নাচলেন অপরাজিতা

নিজস্ব প্রতিবেদন: দুর্গাপুজোর ভাসান, আর তার সঙ্গে জমিয়ে নাচ এই রীতি বহু পুরনো। আম জনতাই হোন, কিংবা তারকা, পুজোর ভাসানে জমিয়ে নাচের আনন্দ থেকে অনেকেই নিজেকে বঞ্চিত করতে চান না। এদেরই মধ্যে একজন হলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। দুর্গাপুজো থেকে লক্ষ্মী পুজো সব উৎসবই জমিয়ে উপভোগ করতে দেখা যায় অপরাজিতাকে।

পুজো শেষ, তবে পুজোর রেশ যেন এখনও কাটছে না। দুর্গাপুজোর ভাসানকে নিয়েই আপাতত মেতে রয়েছেন আমজনতা থেকে তারকারা। দশমীর পর একাদশীর দিনও অনেক জায়গায় চলল বিসর্জন। এমনই এক পুজোর ভাসানে প্রতিমাকে বরণ করে নেওয়ার পর জমিয়ে নাচতে দেখা গেল অপরাজিতাকে। অভিনেত্রীর সঙ্গে নাচলেন তাঁর মাও। কখনও আবার নাচতে নাচতে মাকে কোলে তুলে নিতে দেখা গেল অপরাজিতা আঢ্যকে। সেই ভিডিয়ো নিজেই নিজের ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশানে লিখেছেন, 'আমার মাই সেরা'।

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় অশালীন মেসেজ, ব্যক্তির পরিচয় ফাঁস করলেন স্বস্তিকা

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita) on

এখানেই শেষ নয়, সিঁদুর খেলার পর ধুনুচি নাচেও কামাল করলেন অপরাজিতা।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

দুর্গাবরণের আগে অভিনেত্রী অপরাজিতা আঢ্যর সঙ্গে দেখা যায় অভিনেত্রী অরুণিমা ঘোষ, শ্রীতমা ভট্টাচার্য, সায়নী ঘোষ। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

দুর্গোৎসব শেষে তাঁর সমস্ত ভক্ত, শুভাকাঙ্খীদের বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন অপরাজিতা আঢ্য। 

আরও পড়ুন-দুর্গাপুজো দেখতে কলকাতায় হাজির হয়েছিলেন সারা, ঘুরে দেখলেন বিভিন্ন মণ্ডপ

Read More