Home> বিনোদন
Advertisement

৩টি সিনেমার জন্য ফের অস্কারের মনোনয়ন পেলেন এআর রহমন

এ আর রহমন ফ্যানদের জন্য সুখবর। আরও একবার অস্কারের লড়াইয়ে সামিল হল এই কিংবদন্তী মিউজিশিয়ানের  নাম। ১১৪ জনের সম্ভাব্য পুরস্কার প্রাপকের তালিকায় তিনটি ছবির জন্য রয়েছে রহমনের নামও। গত শুক্রবার অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স-এর পক্ষ থেকে গত শুক্রবার এই তালিকা প্রকাশ করা হয়েছে।

৩টি সিনেমার জন্য ফের অস্কারের মনোনয়ন পেলেন এআর রহমন

ওয়েব ডেস্ক: এ আর রহমন ফ্যানদের জন্য সুখবর। আরও একবার অস্কারের লড়াইয়ে সামিল হল এই কিংবদন্তী মিউজিশিয়ানের  নাম। ১১৪ জনের সম্ভাব্য পুরস্কার প্রাপকের তালিকায় তিনটি ছবির জন্য রয়েছে রহমনের নামও। গত শুক্রবার অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স-এর পক্ষ থেকে গত শুক্রবার এই তালিকা প্রকাশ করা হয়েছে।

রহমানের সুর করা 'দ্য হান্ড্রেড ফুট জার্নি', 'মিলিয়ন ডলার আর্ম' ও 'কোচাদাইয়ান'-এই তিনটি সিনেমার মিউজিকই এবার অস্কারের দৌড়ে আছে।

'স্লামডগ মিলিওনিয়র'-এর দৌলতে ইতিমধ্যেই দু'টি অস্কার রহমানের ঝুলিতে। তিনটি নমিনেশনের ফলে তাঁর অস্কার সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল।

পরিচালক ক্রেগ গিলেসপে-এর ছবি 'মিলিয়ন ডলার আর্ম'-এর ৭টি ট্র্যাকেরই মিউজিক দিয়েছেন রহমন।

রহমনের মতে এই সিনেমার মিউজিক ভীষণ এ যুগের।

Read More