Home> বিনোদন
Advertisement

মালাইকার সঙ্গে বিচ্ছেদ, কেমন আছে ছেলে আরহান, মুখ খুললেন আরবাজ খান

আরহানকে নতুন করে কিছু বোঝাতে হয়নি, বললেন আরবাজ খান 

মালাইকার সঙ্গে বিচ্ছেদ, কেমন আছে ছেলে আরহান, মুখ খুললেন আরবাজ খান

নিজস্ব প্রতিবেদন: আরবাজ খানের সঙ্গে (Malaika Arora) মালাইকা অরোরার বিচ্ছেদের ৫ বছর সম্পূর্ণ হয়ে গিয়েছে৷ এই ৫ বছরে আরবাজ-মালাইকার ছেলে আরহান কেমন আছে, তা নিয়ে সব সময়ই প্রাক্তন সেলেব দম্পতির ভক্তদের মনে প্রশ্ন রয়েছে৷ বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন (Arbaaz Khan) আরবাজ খান৷
সম্প্রতি এক সংবাদমাধ্য়মের সাক্ষাতকারে ছেলে আরহান খানের বিষয়ে মুখ খোলেন আরবাজ খান৷ তিনি বলেন, মালাইকার সঙ্গে যখন তাঁর বিচ্ছেদ হয়, তখন আরহান মাত্র ১২ বছরের৷ কিন্তু ওই বয়স থেকেই বাবা-মায়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি কিছুটা হলেও বুঝতে পারে আরহান৷ কোথায় কী হচ্ছে, সে সম্পর্কে আরহানকে নতুন করে কিছু বোঝাতে হয়নি বলে জানান আরবাজ৷ 

আরও পড়ুন : সঞ্জয় দত্তের সঙ্গে মান্যতা, কী বললেন অভিনেতার প্রথম পক্ষের মেয়ে
এসবের পাশাপাশি আরবাজ আরও বলেন, (Arhaan Khan) আরহান বর্তমানে তাঁর মায়ের সঙ্গে রয়েছে৷ ১৮ বছরের নীচে কোনও সন্তানের যে তার মা-কে সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা বুঝতে খুব একটা অসুবিধা হয়নি তাঁর৷ সেই কারণে আরহানের দায়িত্ব যখন মালাইকাকে দেওয়া হয়, তখন আপত্তি করেননি তিনি৷ আরহানের বয়স এখন ১৭৷ আর কিছুদিনের মধ্যেই ১৮-য় পা দেবে আরহান৷ তখন মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে, সেই বিষয়টি আরহান নিজেই ঠিক করবে বলেও জানান আরবাজ খান৷
তবে বাবা-মায়ের বিচ্ছেদের সময় আরহান যে সবকিছু বুঝতে পেরেই পরিস্থিতি মানিয়ে নেয়, সে বিষয়েও ছেলের প্রশংসাই করেন (Salman Khan) সলমন খানের ভাই৷
প্রসঙ্গত আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর (Arjun Kapoor) অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা অরোরা৷ অন্যদিকে, বিদেশি মডেল জর্জিয়া অ্যান্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়িয়ে, দ্বিতীয়বার বিয়ের প্রস্তুতি নিচ্ছেন আরবাজ খান৷ তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তিনি৷

 

Read More