নিজস্ব প্রতিবেদন : অর্জুন-মালাইকার প্রেমের কথা এখন আর কারোর অজানা নয়। তাঁরা কবে বিয়ে করবেন এনিয়ে মানুষের কৌতুহলের অন্ত নেই। বর্তমানে অর্জুন-মালাইকা একসঙ্গেই থাকেন বলেও শোনা যায়। কিন্তু বিয়েটা কবে করছেন বলিউডের এই লাভবার্ড?
সম্প্রতি, ফের উঠে এসেছে অর্জুন মালাইকার বিয়ের খবর। গত ১৯ এপ্রিল অর্জুন মালাইকা বিয়ে করবেন বলেও একটি খবর ছড়িয়ে পড়ে যদিও ১৯ এপ্রিল পার হয়ে গিয়েছে। তাঁরা এখনও বিয়ে করেননি। পর শোনা যায় অর্জুন-মালাইকা নাকি এই জুনেই বিয়ে করবেন। এমনকি কিছু কিছু ওয়েব পোর্টালে তাঁদের বিয়ের অতিথি তালিকাও বের হয়েছিল। তবে সম্প্রতি DNA-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এবিষয়ে নিজেই মুখ খুলেছেন অর্জুন কাপুর। তিনি বলেন, ''আমার বয়স এখন ৩৩। আর আমার বিয়ে নিয়ে কোনও তাড়াহুড়ো নেই।''
আরও পড়ুন-সোশ্যালে ঘুরছে #VirushkaDivorce
আরও পড়ুন-রচনা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জগন্নাথ পুজো, দেখুন সমস্ত ছবি ও ভিডিয়ো
অর্জুন আরও বলেন, ''আমার বিয়ের ব্যপারটা এমন বিষয় নয় যে এটাকে নিয়ে আমি কথা বলতে চাই। তবে যদি আমি বিয়ে করি, তবে সকলে অবশ্যই জানতে পারবেন। এটা নিয়ে আমার লুকনোর কিছু নেই। এই যে আমার বিয়ে নিয়ে জল্পনা, এটা খুবই বিরক্তিকর। এনিয়ে আমার সবসময় উত্তর দিতেও ভালো লাগে না। এগুলি পুরোটাই গুজব। লোকজন তাই এখন হয়ত বিশ্বাসও করে না। তবে এটা নিয়ে কারোর বিরুদ্ধে আমার কোনও অভিযোগও নেই।''
তবে এই প্রথম নয়, মালাইকা যে তাঁর জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ সেকথা আগে স্বীকার করে নিয়েছিলেন অর্জুন। তবে জানিয়েছিলেন। যদি বিয়ে হয় তিনি জানাবেন।