Home> বিনোদন
Advertisement

COVID-19 এ আক্রান্ত বলিউড অভিনেতা অর্জুন কাপুর

আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন অর্জুন।

COVID-19 এ আক্রান্ত বলিউড অভিনেতা অর্জুন কাপুর

নিজস্ব প্রতিবেদন : করোনা আক্রান্ত অভিনেতা অর্জুন কাপুর। তাঁর COVID-19 টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা নিজেই জানিয়েছেন অভিনেতা। আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন অর্জুন।

সোশ্যাল মিডিয়ায় অর্জুন কাপুর লিখেছেন, ''আমার COVID-19 টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে, আর এটা আপনাদের জানানো আমার কর্তব্য। আমি ইতিমধ্যেই চিকিৎসকের পরামর্শ মতো হোম কোয়ারেন্টাইনে, সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছি। আমার পাশে থাকার জন্য আমি সকলকে আগাম ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনগুলিতে আমি কেমন থাকি, সেটা আপনাদেরকে জানাবো। এটা একটি উদ্ভুত অনুভূতি, আশাকরি আগামী দিনে মানবসভ্যতা এই ভাইরাসটিকে জয় করে এগিয়ে যাবে।''

আরও পড়ুন-৯ সেপ্টেম্বর পর্যন্ত NCB হেফাজতে সুশান্তের রাঁধুনি দীপেশ সাওয়ান্ত

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Arjun Kapoor (@arjunkapoor) on

প্রসঙ্গত, অর্জুন কাপুরের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেতার অনুরাগীরা এবং বলিউডের শুভাকাঙ্খীরা।

আরও পড়ুন-NCB অফিসে পৌঁছলেন রিয়া চক্রবর্তী, মোতায়েন পুলিস, ঘিরে ধরল ক্যামেরা

Read More