Home> বিনোদন
Advertisement

বাবা হলেন অর্জুন রামপাল, ফুটফুটে সন্তানের জন্ম দিলেন প্রেমিকা গ্যাব্রিয়েলা

ফুটফুটে পুত্রসন্তানের মা হলেন প্রেমিকা গ্যাব্রিয়েলা।

বাবা হলেন অর্জুন রামপাল, ফুটফুটে সন্তানের জন্ম দিলেন প্রেমিকা গ্যাব্রিয়েলা

নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার ফের বাবা হলেন অর্জুন রামপাল। ফুটফুটে পুত্রসন্তানের মা হলেন প্রেমিকা গ্যাব্রিয়েলা। টুইট করে অর্জুনকে অভিনন্দন জানালেন নিধি দত্ত। 

 

গতকালই মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হন গ্যাব্রিয়েলা। হাসপাতালে হাজির হন অর্জুন ও তাঁর আগের পক্ষের দুই মেয়ে মাহিকা ও মাইরা। গ্যাব্রিয়েলার পাশে থাকতে মুম্বাইয়ের হাসপাতালে হাজির হন গ্যাব্রিয়েলার মা-বাবা। হাসপাতালে বসে খেতে খেতে বই পড়ারও ছবি দেন গ্যাব্রিয়েলা। 

fallbacks

এর আগে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে অর্জুন জানান, তাঁর দুই মেয়েই ভালবেসে আপন করে নিয়েছে তাঁর প্রেমিকাকে। গ্যাব্রিয়েলাকে পরিবারেরই একজন মনে করেন দুই মেয়ে। 

 

চলতি বছর এপ্রিলেই প্রথম গ্যাব্রিয়েলার প্রেগনান্সির কথা ঘোষণা করেন অর্জুন। তিনি লেখেন,"তোমাকে পেয়ে আমি ধন্য। বেবির জন্য ধন্যবাদ বেবি"।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Blessed to have you and start all over again....thank you baby for this baby 

A post shared by Arjun (@rampal72) on

এক বছর আগেই মিউচুয়াল ফ্রেন্ডের মারফত আলাপ হয়, অর্জুন-গ্যাব্রিয়েলার। দক্ষিণ আফ্রিকান মডেলের সঙ্গে সম্পর্কের বিষয়ে বরাবরই খোলামেলা থেকেছেন অর্জুন। এই মূহুর্তে দ্য ফাইনাল কল নামের এক ওয়েব সিরিজের শ্যুটে ব্যস্ত তিনি। 

Read More