জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মালাইকা আরোরা এবং অর্জুন কাপুরের বিচ্ছেদের পর তাদের বেশ চর্চায় দেখা যায়। সম্প্রতি অর্জুন কাপুর ইন্ডিয়া বেস্ট ডানসার VS সুপার ডানসারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাঁর আসন্ন সিনেমা 'মেরা হাসব্যান্ড কি বিবি' প্রমোশনের জন্য। এই শোয়ের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রেমো ডি'সুজা, মিথুন চক্রবর্তী ও মালাইকা আরোরা। ওই অনুষ্ঠানের একটি প্রোমতে দেখা যায়,মালাইকা অরোরাকে প্রতিযোগীদের সঙ্গে তার সবচেয়ে বেশি হিট গান গুলিতে নাচতে যেমন, মুন্নি বদনাম হুই, ছাইয়্যা ছাইয়্যা ইত্যাদি।
আরও পড়ুন: তার এক আশ্চর্য জীবনে রিমির টানে অপরাধ থেকে মুখ ফেরাবে ধ্রুব!..
এরপর যখন অর্জুন কাপুরকে মালাইকার নাচের বিষয়ে বলতে বলা হয়েছিল, তখন অর্জুন বলেছিলেন,'মেরি বোলতি বান্ধ হো চুকি হ্যায় সালো সে, ম্যায় অভি ভি চুপ রেহনা চাহতা হু' (আমার মুখ অনেক বছর ধরে বন্ধ আছে, আমি এখন চুপ থাকতেই পছন্দ করি) এই কথাতে সেখানে উপস্থিত দর্শকদের সঙ্গে হেসে ফেলেন সঙ্গে মালাইকাও। মালাইকার অভিনয়ের প্রশংসা করে অর্জুন কাপুর বলেন, 'কিন্তু আমি এটা বলতে চাই এখানে আমার সব প্রিয় গানগুলি শোনার সুযোগ হয়েছে এই ধরণের গানের সঙ্গে এত সুন্দর নাচের পরিবেশনা।' তিনি মালাইকাকে এই অসাধারণ কাজের জন্য অভিনন্দনও জানিয়েছেন। এবং তিনি আরও বলেন, 'তুমি জানো আমি এই গানগুলি কতটা ভালোবাসি।'
আরও পড়ুন: 'ভ্যালেনটাইনস ডে, তো! আমার কিছু যায় আসে না...'
গত বছরই অর্জুন কাপুর ও মালাইকা অরোরার বিচ্ছেদের কথা জানা যায়। মুম্বাইয়ের শিবাজি পার্কে রাজ ঠাকরে আয়োজিত দীপাবলির অনুষ্ঠানে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অর্জুন বলেছিলেন, 'ম্যা আভি সিঙ্গেল হুঁ, রিল্যাক্স কারো।' তারপরই ভাইরাল হয়ে যায় ওই ভিডিয়ো। এই দীপাবলির অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় অজয় দেবগন, টাইগার শ্রফ এবং পরিচালক রোহিত শেঠিকেও।
অর্জনের বলা ওই কথাটির কিছুদিন পরই মালাইকা আরোরা একটি স্টেটমেন্ট দেন তিনি সিঙ্গেল। এবং তিনি একটি ইন্টারভিউতে বলেন, তিনি তাঁর ব্যক্তিগত জীবনকে মিডিয়ার সামনে নিয়ে আসতে চাননা। তিনি আরও বলেন অর্জুন যেটাই বলে থাকুক না কেন সেটা তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার।
২০১৭ সালে মালাইকা আরোরা আরবাজ খানের সঙ্গে তাদের বিবাহবিচ্ছেদ করেন। এবং তারপর ২০১৯ সালে ইনস্টাগ্রামে অর্জুন কাপুরের সঙ্গে রিলেশনশিপ নিয়ে পোষ্ট করেন। কফি উইথ করণে অর্জুন কাপুর মালাইকা অরোরার সঙ্গে তার সম্পর্ক এবং তাদের পরিবারের এই সম্পর্ক প্রথম অবস্থায় না মেনে নেওয়ার কথাও বলেছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)